কোহলি আর অনুষ্কার ডিভোর্স চান এই বিজেপি নেতা

কোহলি আর অনুষ্কার ডিভোর্স চান এই বিজেপি নেতা

সার্বভৌম সমাচার : অনুষ্কার ওয়েব সিরিজ 'পাতাল লোক' আমাজন প্রাইমে ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচক মহলে প্রশংসা কুড়োচ্ছে ‘পাতাল লোক’। কিন্তু তার পরেও স্বস্তি নেই প্রযোজক অনুষ্কা শর্মার। তবে সিরিজটা ভালোভাবে নিতে পারেননি মাত্র কয়েকজন। কিছুদিন আগে ওই ওয়েব সিরিজের বিরুদ্ধে অশ্লীলতার পিটিশন জমা পড়েছিল। এবারে তো বিতর্কে সরাসরি অনুষ্কা শর্মার সঙ্গে নাম জড়াল বিরাট কোহলিরও। উত্তরপ্রদেশের লোনির বিজেপি’র (ভারতীয় জনতা পার্টি) এমএলএ নন্দকিশোর গুরজার সম্প্রতি পুলিশের কাছে ওই ওয়েব সিরিজটির প্রযোজক তথা অভিনেত্রী অনুষ্কা শর্মার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় অভিযোগ দায়ের করেছিলেন। এবারে আরেক ধাপ এগিয়ে স্বয়ং ভারতীয় ক্রিকেট অধিনায়ককেই পরামর্শ দিলেন তাঁর স্ত্রী অনুষ্কাকে ডির্ভোস দেওয়ার জন্য।

আরও পড়ুন—

ওই বিজেপি বিধায়কের মতে, “‘পাতাল লোক’ পাঞ্জাবের জাট, ব্রাহ্মণ ও ত্যাগিদের মধ্যে বৈষম্য তৈরি করার চেষ্টা করেছে। এমনকী এখানে প্রচুর এমন অশালীন শব্দও ব্যবহার করা হয়েছে, যা মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করবে”। তিনি আরও দাবি করেছেন, “‘পাতাল লোক’ সিরিজটি ভারতীয় জনতা পার্টির ভাবমূর্তিকে কলুষিত করার চেষ্টা করেছে। পাকিস্তানকে সন্ত্রাস মুক্ত রাষ্ট্র হিসেবে দর্শিয়ে বিশ্বের চোখে ভারতকে অপমান করেছে।”

তবে বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার নাম এই প্রথমবারের কোন বিতর্কে পড়েনি। এর আগেও ক্রিকেটে বিরাট রান না করতে পারলেও অনুষ্কাকে কটু কথা শুনতে হয়েছে। তবে এবারে ভিন্ন বিষয় । যোগীর রাজ্যের বিজেপি বিধায়ক গুরজারের অভিযোগ, তাঁর অনুমতি না নিয়ে ‘পাতাল লোক’-এর একটি দৃশ্যে ব্যবহার করেছেন অনুষ্কা। ইতিমধ্যে তিনি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাছে ওই ওয়েব সিরিজ নিষিদ্ধ করার দাবি তুলেছেন।

আরও পড়ুন—

এরপর অবশ্য কিছুটা বিরাট প্রীতি দেখিয়ে নন্দকিশোর বলেন, “বিরাট দেশের জন্য খেলে দেশের নাম উজ্জ্বল করেছেন। দেশের থেকে বড় কেউ নন! অনুষ্কা যা করেছেন, তার জন্যে এই মুহূর্তে বিরাটের উচিত ওঁকে ডিভোর্স দেওয়া। রাষ্ট্রদোহীর মতো কাজ করেছেন অনুষ্কা শর্মা।”


উল্লেখ্য চার বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে গত ২০১৭ সালে অনুষ্কাকে বিয়ে করেন কোহলি। তবে ওই বিজেপি বিধায়কের অভিযোগের বিষয়ে কোনও মন্তব্য মেলেনি অনুষ্কা কিংবা কোহলির পক্ষ থেকে।

আরও দেখুন—





#কোহলি আর অনুষ্কার ডিভোর্স #কোহলি #অনুষ্কা #BJP leader wants a divorce #divorce from Kohli and Anushka #কোহলি আর অনুষ্কার ডিভোর্স চান এই বিজেপি নেতা

Post a Comment

Previous Post Next Post