জল ও বিদ্যুতের দাবিতে মাটির হাঁড়ি, কলসি, প্লাকার্ড নিয়ে রাস্তা অবরোধ

জল ও বিদ্যুতের দাবিতে মাটির হাঁড়ি, কলসি, প্লাকার্ড নিয়ে রাস্তা অবরোধ

সার্বভৌম সমাচার, বসিরহাট : আমফানের দুর্যোগ কেটে সাত দিন পার হয়ে গেলেও এলাকায় এখনো পর্যন্ত মেটেনি বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা। আর এসবের দাবিতেই রাস্তার ওপর মাটির হাঁড়ি, কলসি নিয়ে অবরোধ শুরু স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা দিতে হবে ও পানীয় জলের সমস্যা মেটাতে হবে? ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েত এর পিফা এলাকায়।



স্থানীয় কংগ্রেস নেতা কাদের সরদারের নেতৃত্বে স্থানীয় কয়েকশো  গ্রামবাসী ও কংগ্রেস কর্মী সমর্থকরা  বুধবার সকাল থেকে বসিরহাট মালঞ্চ রোডে অবরোধ করেছে। এরপর ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করে।

আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post