ইচ্ছামতীতে বাধের কাজ শুরু করল পূর্ত দপ্তর

ইচ্ছামতীতে বাধের কাজ শুরু করল পূর্ত দপ্তর

সার্বভৌম সমাচার, বসিরহাট : আমফানের তাণ্ডবে লণ্ডভণ্ড সমগ্র বসিরহাট মহকুমা। টাকি পৌরসভার টাকি পর্যটন কেন্দ্রের প্রায় দুই কিলোমিটার এলাকার বাঁধ ভেঙ্গে পিচের রাস্তা নদীর গর্ভে চলে গিয়েছে। যার ফলে সমস্যায় পড়েছে স্থানীয় বাসিন্দাসহ বিএসএফরাও।

স্থানীয় প্রশাসন সুত্রে খবর, ভারত-বাংলাদেশ সীমান্তে টাকি পৌরসভার দু-নম্বর ওয়ার্ডের দু কিলোমিটার রাস্তা টাকির মূল শহরের সঙ্গে যোগাযোগ একমাত্র মাধ্যম। তার একদিকে রয়েছে বিএসএফ ক্যাম্প। আর এই গোটা রাস্তা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে অসুবিধায় পড়ে বহু মানুষ ও সীমান্তের বিএসএফ জওয়ানরা। অন্যদিকে আমফানের তাণ্ডবের ৭ দিন কেটে যাওয়ার পরও এখনও পর্যন্ত জলবন্দি সেখানকার বাসিন্দারা। সমস্যা দেখা দিয়েছিল পানীয় জল, বিদ্যুৎ ও খাবারের।


আরও পড়ুন--

সামনে পূর্ণিমার ভরা কোটাল, সেই কথা মাথায় রেখে যাতে নতুন করে আরও বড় বিপদ যাতে না হয় সেই দিকটা মাথায় রেখে আজ থেকে পূর্ত দপ্তরের আধিকারিকরা যুদ্ধকালীন তৎপরতায় প্রায় দুই কিলোমিটার জুড়ে বাঁধের উপর রাস্তা সংস্কার, ইছামতি নদীর ভাঙ্গন রুখতে বাঁধের উপর মাটির বস্তা ফেলে ভরাট কাজ শুরু করেছেন।

পাশাপাশি টাকি সৈয়দপুর সীমান্তের ৮৫ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ ক্যাম্প পুরোপুরি বিপর্যস্থ। একদিকে ওয়াচটাওয়ার ভেঙে পড়েছে, অন্যদিকে বড় গাছ ক্যাম্পের মধ্যে পড়ে রয়েছে। ফলে সমস্যায় পড়েছে ৮৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরাও।

তবে ওই দু কিলোমিটার রাস্তার কাজ শুরু হওয়ায় আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গ্রামবাসীরা। জানা গিয়েছে, টাকির শহরের সঙ্গে খুব দ্রুত যোগাযোগকারী ওটাই একমাত্র রাস্তা। কারন এর সঙ্গে জড়িয়ে আছে টাকি হসপিটাল, কলেজ, স্কুল, বাজার, এবং পুলিশ স্টেশন।


আরও দেখুন--




#ইচ্ছামতীতে বাধের কাজ শুরু করল পূর্ত দপ্তর #ইচ্ছামতীতে বাধের কাজ #ইচ্ছামতী #পূর্ত দপ্তর

Post a Comment

Previous Post Next Post