
সার্বভৌম সমাচার, ঢাকা : সর্বক্ষণ উল্টো-পাল্টা মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠার জন্য যেমন মরিয়া, তেমনি মুহূর্তের মধ্য নিজের সুর পাল্টে নতজানু হয়ে ক্ষমা ভিক্ষা চাওয়াতেও তাঁর জুড়ি মেলা ভার। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কটাক্ষ করার পর তাঁর নিজের দেশের র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)-এর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন। শুধু এটুকুই নয়; একেরপর এক সোশ্যাল মিডিয়ায় নিজের ভুল স্বীকার করে চলেছেন। তিনি বাংলাদেশের ‘কুখ্যাত’ গায়ক মইনুল আহসান নোবেল। একেক করে জানুন তাঁর গুণাবলী সমূহ।
কে নোবেল ?
নাম মইনুল আহসান। নিজের পছন্দ মত রাখা নাম নোবেল। তবে তাঁর ভক্তরা তাঁকে নোবেল ম্যান নামেও জানেন। তার জন্ম ১৯৯২ সালের নভেম্বর মাসের ৭ তারিখে। জন্মস্থান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ফরিদপুরে। শিক্ষাগত যোগ্যতা ড্রপ্ট আউট।
বাংলাদেশে তার প্রাপ্ত সম্মান ও তার বিবাহিত জীবন
বাংলাদেশের এক স্থানীয় সংবাদ মাধ্যমে নোবেলেরই এক বন্ধু জানিয়েছেন, “স্কুলে পড়ার সময় থেকেই একাধিক নারীকেন্দ্রিক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন এই 'গুণধর' গায়ক। শুধু তাই নয় সে সময়ে তাঁর কৃতিত্বের খ্যাতি এতদূর গড়িয়েছিল যে তাকে ‘স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়’ থেকে বের করে দেওয়া হয়েছিল। তবে তারপরই আর গোপালগঞ্জে নোবেলের দেখা মেলেনি এই ‘চরিত্রবান’ নোবেলের, এমনটাই জানালেন নাম প্রকাশে অনিচ্ছুক গায়কেরই সেই বন্ধু।
আরও পড়ুন--
সে দেশের স্থানীয় এক সংবাদপত্রের খবর অনুযায়ী, ‘রিমি’ (নাম পরিবর্তিত) নামক এক যুবতীর সঙ্গে ঘর বেঁধেছিলেন বাংলাদেশি এই গায়ক। কিন্তু বারবারই গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলে রিমি নামের সেই মহিলাই ডিভোর্স দিয়েছিলেন নোবেলকে।
শোনা যায়, এক আত্মীয়াকে বিয়ে করেন নোবেল। কিন্তু সেই সম্পর্কও ভেঙে গিয়েছিল। অভিযোগ ছিল সেই গার্হস্থ্য হিংসা। আর এবিষয়ে সে সময়ে সে দেশের কিছু সংবাদমাধ্যমে খবর হয়েছিল।
ইতিমধ্যে নোভেল করোনাভাইরাসের দাপট সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। আর সেসময় ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করার জন্য বিস্তর শোরগোল হয় দুই দেশেই। এমনকি সেই বিতর্কের রেশ কাঁটাতার পেরিয়ে ছড়িয়ে পড়ে ত্রিপুরাতেও। মামলাও রুজু হয়েছে এই গায়কের বিরুদ্ধে। আর তার মাঝেই খবর আসে তার তৃতীয় বিয়ের। অভিযোগ, গোপনে তিন নম্বর বিয়েটি করেছেন নোবেল। শুধু তাই নয়; পূর্বের মত তৃতীয় স্ত্রীও বেধড়ক মারধরের অভিযোগ করেছেন।
শোনা যাচ্ছে, গত নভেম্বরেই গোপনে বিয়ে সেরে ফেলেছেন নোবেল! কিন্তু বিয়ের খবর গোপন কেন? তখন অভিযোগ ওঠে, এটা নোবেলের তিন নম্বর বিয়ে। এরপর সামনে আসে তার বিয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেটও। তারে পরিষ্কার ভাবে লেখা রয়েছে, ২০১৯-এর ১৫ নভেম্বর ৫ লক্ষ টাকা পণ নিয়ে মেহরুবা সালসাবিল-কে বিয়ে করেন মঈনুল হাসান নোবেল।
শোনা যায়, এক আত্মীয়াকে বিয়ে করেন নোবেল। কিন্তু সেই সম্পর্কও ভেঙে গিয়েছিল। অভিযোগ ছিল সেই গার্হস্থ্য হিংসা। আর এবিষয়ে সে সময়ে সে দেশের কিছু সংবাদমাধ্যমে খবর হয়েছিল।
ইতিমধ্যে নোভেল করোনাভাইরাসের দাপট সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। আর সেসময় ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করার জন্য বিস্তর শোরগোল হয় দুই দেশেই। এমনকি সেই বিতর্কের রেশ কাঁটাতার পেরিয়ে ছড়িয়ে পড়ে ত্রিপুরাতেও। মামলাও রুজু হয়েছে এই গায়কের বিরুদ্ধে। আর তার মাঝেই খবর আসে তার তৃতীয় বিয়ের। অভিযোগ, গোপনে তিন নম্বর বিয়েটি করেছেন নোবেল। শুধু তাই নয়; পূর্বের মত তৃতীয় স্ত্রীও বেধড়ক মারধরের অভিযোগ করেছেন।
শোনা যাচ্ছে, গত নভেম্বরেই গোপনে বিয়ে সেরে ফেলেছেন নোবেল! কিন্তু বিয়ের খবর গোপন কেন? তখন অভিযোগ ওঠে, এটা নোবেলের তিন নম্বর বিয়ে। এরপর সামনে আসে তার বিয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেটও। তারে পরিষ্কার ভাবে লেখা রয়েছে, ২০১৯-এর ১৫ নভেম্বর ৫ লক্ষ টাকা পণ নিয়ে মেহরুবা সালসাবিল-কে বিয়ে করেন মঈনুল হাসান নোবেল।
এরপর ঈদের আগেই বাংলাদেশের খিলগাঁও-তে তৃতীয় স্ত্রী সালসাবিল-কে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতের (নেমতন্ন রক্ষার) উদ্দেশে গিয়েছিলেন নোবেল। আর সেখানেই সে দেশের ওয়েবসাইট পত্রিকা প্রথম আলো-কে একটি টেলিফোনিক সাক্ষাৎকার দিয়েছিলেন। তার কথায়, "প্রেম করে বিয়ে করেছি। পরিচয় হওয়ার পর আড়াই মাস প্রেম করেছি। একটা সময় আমরা দুজন সিদ্ধান্ত নিলাম বিয়ে করব। করে ফেলেছি।"
আর তার পরেই ওঠতে থাকে নানান প্রশ্ন। নেটিজেনদের কথায়, তাই যদি হয়, তাহলে এত লুকোচুরি করলেন কেন নোবেল?
বাংলাদেশী ওই ওয়েবসাইট পত্রিকা 'প্রথম আলো'-কেই জানিয়েছিলেন, পরিবারের সবাই এই বিয়ের বিষয়টি জানত। নোবেলের মা, বাবা, মামা এবং কাকা বিয়ের রেজিস্ট্রেশনের দিন হাজিরও ছিলেন সেখানে। কিন্তু মেয়ের বাড়ির কেউ কিছুই জানত না। এর সংঘে নোবেল আরও বলেন, "বলতে পারেন, মেয়ে পালিয়ে বিয়ে করেছে। আমি পারিবারিকভাবেই করেছি। যদিও বিয়ের একমাস পরই শ্বশুরবাড়িতে সব কিছুই জানাজানি হয় এবং তাঁরা এই বিয়ে মেনেও নিয়েছেন”।
নোবেলের কথায়, "আমার সঙ্গে এর আগে কোনও মেয়ের বিয়ে হয়নি। তবে আমার সঙ্গে অনেক মেয়ের রিলেশন ছিল। এত মেয়ের রিলেশন ছিল যে গুনে শেষ করা যাবে না। আর বয়সের কারণে এটা হয়ই। বিয়ের আগে সবার জীবনে এমন প্রেম থাকেই। কারও কম, কারও বেশি। আমার একটু বেশিই ছিল। এ অবস্থায় এখন যদি বলা হয় এটি আমার তৃতীয় বিয়ে, ঠিক নয়। তৃতীয় বিয়ের খবরটি গুজব, বিভ্রান্তিকর।"
তবে বাংলাদেশের সমাজকর্মী অমি রহমান পিয়াল এবার নোবেলের তৃতীয় স্ত্রী-কে মারধরের বিষয়টি নিয়েই সরব হয়েছেন। তাঁর দাবি, আগের দুই স্ত্রী-র মতোই তৃতীয় স্ত্রীকেও বেধড়ক মারধর করেন নোবেল।
এমনকি পিয়াল সোশ্যাল পোস্টে লিখেছেন, “এই তো সপ্তাহ দুয়েক আগেই নিজের মা-বোনকে গভীর রাতে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন নোবেল। পরে পুলিশ এসে পরিস্থিতি সামালায়। আর স্ত্রী? তাঁর কী অবস্থা? জি বাংলার সেলিব্রিটির প্রেমে পড়ে পরিবারের কাছে সম্পর্ক চুকিয়ে দিয়ে এল ওই যুবতী। তাঁকে নিয়ম করে তিনবেলা মারধর করে বাংলাদেশের সুপারস্টার সিঙ্গার। মানুষ যেমন তিন বেলা খাবার খায়, আমাদের গায়ক তিন বেলা স্ত্রীকে মারে।”
আরও দেখুন--
আর তার পরেই ওঠতে থাকে নানান প্রশ্ন। নেটিজেনদের কথায়, তাই যদি হয়, তাহলে এত লুকোচুরি করলেন কেন নোবেল?
বাংলাদেশী ওই ওয়েবসাইট পত্রিকা 'প্রথম আলো'-কেই জানিয়েছিলেন, পরিবারের সবাই এই বিয়ের বিষয়টি জানত। নোবেলের মা, বাবা, মামা এবং কাকা বিয়ের রেজিস্ট্রেশনের দিন হাজিরও ছিলেন সেখানে। কিন্তু মেয়ের বাড়ির কেউ কিছুই জানত না। এর সংঘে নোবেল আরও বলেন, "বলতে পারেন, মেয়ে পালিয়ে বিয়ে করেছে। আমি পারিবারিকভাবেই করেছি। যদিও বিয়ের একমাস পরই শ্বশুরবাড়িতে সব কিছুই জানাজানি হয় এবং তাঁরা এই বিয়ে মেনেও নিয়েছেন”।
এরপর নোবেল প্রথম আলোতে এক সাক্ষাৎকারে বলছিলেন, জীবনে অনেক সম্পর্ক হয়েছে। কিন্তু বিয়ে তিনি একবারই করেছেন। এই মুহূর্তে স্ত্রী সালসাবিলকে নিয়ে ঢাকার নিকেতনে থাকেন।
নোবেলের কথায়, "আমার সঙ্গে এর আগে কোনও মেয়ের বিয়ে হয়নি। তবে আমার সঙ্গে অনেক মেয়ের রিলেশন ছিল। এত মেয়ের রিলেশন ছিল যে গুনে শেষ করা যাবে না। আর বয়সের কারণে এটা হয়ই। বিয়ের আগে সবার জীবনে এমন প্রেম থাকেই। কারও কম, কারও বেশি। আমার একটু বেশিই ছিল। এ অবস্থায় এখন যদি বলা হয় এটি আমার তৃতীয় বিয়ে, ঠিক নয়। তৃতীয় বিয়ের খবরটি গুজব, বিভ্রান্তিকর।"
তবে বাংলাদেশের সমাজকর্মী অমি রহমান পিয়াল এবার নোবেলের তৃতীয় স্ত্রী-কে মারধরের বিষয়টি নিয়েই সরব হয়েছেন। তাঁর দাবি, আগের দুই স্ত্রী-র মতোই তৃতীয় স্ত্রীকেও বেধড়ক মারধর করেন নোবেল।
এমনকি পিয়াল সোশ্যাল পোস্টে লিখেছেন, “এই তো সপ্তাহ দুয়েক আগেই নিজের মা-বোনকে গভীর রাতে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন নোবেল। পরে পুলিশ এসে পরিস্থিতি সামালায়। আর স্ত্রী? তাঁর কী অবস্থা? জি বাংলার সেলিব্রিটির প্রেমে পড়ে পরিবারের কাছে সম্পর্ক চুকিয়ে দিয়ে এল ওই যুবতী। তাঁকে নিয়ম করে তিনবেলা মারধর করে বাংলাদেশের সুপারস্টার সিঙ্গার। মানুষ যেমন তিন বেলা খাবার খায়, আমাদের গায়ক তিন বেলা স্ত্রীকে মারে।”
আরও দেখুন--
#Nobel Singer #Quality of Nobel #The third wife also accused of abuse #নোবেল #অত্যাচারের অভিযোগ তৃতীয় স্ত্রী-ও #গুণবান নোবেল #Bangladeshi Nobel #Nobel