আমফানের রেশ কাটতে না কাটতেই ঝড়ে বিধ্বস্ত মহাকুমা, মৃত ১

আমফানের রেশ কাটতে না কাটতেই ঝড়ে বিধ্বস্ত মহাকুমা, মৃত ১

সার্বভৌম সমাচার, বনগাঁ : উত্তর ২৪ পরগনা বনগা মহাকুমা আমফানের ধকল থেকে ওঠার আগেই আবারও প্রবল ঝড় আছড়ে পড়ল বনগাঁ, বাগদার গ্রামীণ এলাকার উপরে।  বুধবার রাতের কালবৈশাখী ঝড়ে গাছের ডাল চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হল। মৃত ব্যক্তির নাম আব্দুল মান্নান মন্ডল ৬৩। বাড়ি বনগাঁ থানার গোয়ালদহ এলাকায়।


বাসিন্দারা জানিয়েছেন বুধবার রাতে ঝড়ের সময় ওই ব্যক্তি গোয়াল ঘরে গরু রাখছে গিয়েছিল। ঘরে ফিরে আসার সময় তার উপরের দুটি গাছের ডাল ভেঙে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

আরও পড়ুন--

পাশাপাশি এদিনের ঝড়ে রাস্তার উপরে ভেঙে পড়েছে প্রচুর গাছ। নতুন করে প্রচুর বাড়ি ভেঙে পড়েছে।  ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাগদা ব্লক জুড়ে।  কোথাও ঘরের চাল উঠেছে কোথাও ভেঙেছে বাড়ি। ঝড়ের পরে বন্ধ মোবাইল পরিষেবাও। আমপানের পরে এখনো গ্রাম অঞ্চল গুলিতে চালু হয়নি বিদ্যুৎ পরিষেবা। তার মধ্যে নতুন করে এদিনের ঝরে বিদ্যুতের খুঁটি উঠে যাওয়ায় দ্রুত বিদ্যুৎ পরিষেবা অনিশ্চয়তার মধ্যে। 

আরও দেখুন--



#Amfan #আমফান #storm #ঝড় #CORONA #Lockdown

Post a Comment

Previous Post Next Post