রেকর্ড গড়ল বাংলা; একদিনে ৩৪৪ জন করোনায় আক্রান্ত! মোট আক্রান্ত ৪,৫০০ ছাড়াল

রেকর্ড গড়ল বাংলা; একদিনে ৩৪৪ জন করোনায় আক্রান্ত! মোট আক্রান্ত ৪,৫০০ ছাড়াল

সার্বভৌম সমাচার, কলকাতা : রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন । আর তারফলে পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল সাড়ে ৪ হাজার।  এই মুহূর্তে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ৪,৫৩৬ জন। তবে সারা রাজ্যের থেকে কলকাতাতেই পরিস্থিতি সবচেয়ে বেশি ভয়াবহ।

তবে সামান্য একটু স্বস্তির খবরও আছে রাজ্যবাসীর জন্য। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০ জন। ফলে এখনও মোট ১,৬৬৮ জন সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। সরকারী বুলেটিন অনুযায়ী রাজ্যে সুস্থতার হার ৩৬.৭৭ শতাংশ।

জানা গিয়েছে, শুধুমাত্র কলকাতাতেই করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২০০০ জনের কাছে। আর কলকাতায় গত ২৪ ঘণ্টাতে ৮৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ১৯০০ জন।

একইসঙ্গে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন করোনায় প্রাণ হারিয়েছেন । রাজ্যে মোট করোনায় মৃত হয়েছে ২২৩ জনের। তবে সরকারি হিসেব অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যের কোভিড হাসপাতালে করোনায় আক্রান্ত রোগী আছেন ২,৫৭৩ জন।



Post a Comment

Previous Post Next Post