লাদাখ সমস্যায় কাজে এলেন না ট্রাম্প; হয়নি মোদী- ট্রাম্পের কোন আলোচনাও : সূত্র

লাদাখ সমস্যায় কাজে এলেন না ট্রাম্প;  হয়নি মোদী- ট্রাম্পের কোন আলোচনাও : সূত্র

সার্বভৌম সমাচার : লাদাখে ভারত-চিন সীমান্ত সমস্যা মেটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। এমনকি ট্রাম্প দাবী করেছিলেন “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন। ভারত ও চিনের মধ্যে বিরাট দ্বন্দ্ব নিয়ে মুড ভালো নেই মোদীর”। আর এবিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে চিনের সঙ্গে যোগাযোগ রাখছি”।

আর এসবের মধ্যে হঠাৎই বেরিয়ে এল চাঞ্চল্যকর তখ্য। সুত্রে খবর, মোদী আর ট্রাম্পের মধ্যে সাম্প্রতিককালে কোনো কথাই হয়নি। এমনকি কেন্দ্রীয় ওই সূত্রের দাবি, “দুই রাষ্ট্রনেতার গত ৪ এপ্রিল শেষবার কথা হয়েছিল হাইড্রক্সিক্লোরোকুইন (Hydroxychloroquine) নিয়ে। তারপর আর কোনো কথা হয়নি”।

আরও পড়ুন--

       উল্লেখ্য, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি) নিয়ে এখন তপ্ত ভারত ও চিন। উভয়ে দেশই সৈন্য সংখ্যা বাড়াচ্ছে। আর সেই সমস্যা মেটাতে আগ্রহী ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তারমধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে শুরু করে। চিন সীমান্তে বাহিনী বাড়াচ্ছে দেখে ভারতও সেনা বাড়াতে শুরু করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামরিক কর্তাদের ডেকে সর্বোচ্চ পর্যায়ের বৈঠকও করেন। যদিও বর্তমানে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল। এখন চিনের মনোভাবের উপর নির্ভর করছে ভারতের পরবর্তী পদক্ষেপ।


আরও দেখুন--


#Trump #Ladakh #discussion #Modi and Trump #Modi

Post a Comment

Previous Post Next Post