
সার্বভৌম সমাচার : লাদাখে ভারত-চিন সীমান্ত সমস্যা মেটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। এমনকি ট্রাম্প দাবী করেছিলেন “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন। ভারত ও চিনের মধ্যে বিরাট দ্বন্দ্ব নিয়ে মুড ভালো নেই মোদীর”। আর এবিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে চিনের সঙ্গে যোগাযোগ রাখছি”।
আর এসবের মধ্যে হঠাৎই বেরিয়ে এল চাঞ্চল্যকর তখ্য। সুত্রে খবর, মোদী আর ট্রাম্পের মধ্যে সাম্প্রতিককালে কোনো কথাই হয়নি। এমনকি কেন্দ্রীয় ওই সূত্রের দাবি, “দুই রাষ্ট্রনেতার গত ৪ এপ্রিল শেষবার কথা হয়েছিল হাইড্রক্সিক্লোরোকুইন (Hydroxychloroquine) নিয়ে। তারপর আর কোনো কথা হয়নি”।
আরও পড়ুন--
আরও দেখুন--
#Trump #Ladakh #discussion #Modi and Trump #Modi