
সার্বভৌম
সমাচার, গাইঘাটা : বিজেপি করার অপরাধে ঠাকুরবাড়ি যাওয়ার পথে এক বিজেপি কর্মী ও তার
বাড়ির মহিলা সদস্যদের মারধর করেছে তৃণমূলীরা। এমনি অভিযোগ জমা পড়েছে উত্তর ২৪ পরগনা
জেলার গাইঘাটা থানায়। অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধেও। অভিযোগকারী ওই ব্যক্তির পরিবার
সুত্রে জানা গিয়েছে, আক্রান্তের পরিবার গাইঘাটা থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ
নিতে অস্বীকার করে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার পাতলাপাড়া
এলাকায়।
আরও পড়ুন--
স্থানীয় সূত্রে খবর, গাইঘাটার পাতলা পাড়া
এলাকার যুবক শুকদেব রায় বিজেপি করে ও শান্তনু ঠাকুরের বাড়িতে যায়। কেন সে বিজেপি
করে, কেনইবা শান্তনু ঠাকুরের বাড়িতে যায়; সে কারণে গতকাল রাতে ওই এলাকার তৃণমূল ছেলেরা
তাকে বেধড়ক মারধর করে। কেন শুকদেব কে মারধর করা হলো তা জানতে চাইতে গেলে তার কাকিমা
ও মাকেও মারধর করে বলে অভিযোগ। শুকদেবের দাবি, সে ঠাকুরবাড়িতে আসে এবং বিজেপি করে
সেই কারণেই তাকে মারধর করা হয়েছে। মারধরের ঘটনায় থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ
না নিয়ে থানা থেকে তাড়িয়ে দেয় বলেও অভিযোগ করেন অভিযুক্তরা।
আরও পড়ুন--
এই বিষয়ে
বনগাঁ বিজেপি লোকসভার সাংসদ বলেন, আমাদের এখানে কিছু ছেলে ঠাকুরবাড়িতে আসে এবং আমাদের
বিভিন্ন কাজকর্ম করে। তাদের ঠাকুরবাড়িতে আসার সময় কিছু তৃণমূলের ছেলেরা পথ আটকায়
এবং মারধর করে। তৃণমূল চাইছে ঠাকুরবাড়িতে অরাজগতা সৃষ্টি করতে এবং ঠাকুরবাড়িতে যাতে
কেউ না আসে তার জন্য আমাদের ছেলেদের উপরে হামলা চালাচ্ছে।
যদিও সমস্ত
অভিযোগ অস্বীকার করে উত্তর ২৪ পরগনার জেলার যুব কার্যকারী সভাপতি অভিজিৎ বিশ্বাস বলেন,
যারা মারধর করেছে তারা ওই এলাকার সাধারণ মানুষ। আমরা তাদের চিনিও না। তাদের সঙ্গে তৃণমূলের
কোন যোগসূত্র নেই।
আরও দেখুন--
#Trinamool #BJP #Thakurbari #ঠাকুরবাড়িতে আসার অপরাধে বিজেপি কর্মী-সমর্থকের বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে