বদলাল ট্রেনের টিকিট কাটার নিয়ম, জেনে নিন নতুন নিয়ম

বদলাল ট্রেনের টিকিট কাটার নিয়ম, জেনে নিন নতুন নিয়ম

সার্বভৌম সমাচার : লকডাউনের মধ্যেই নতুন ব্যবস্থা ফিরে এল ভারতীয় রেল। রেলমন্ত্রক জানিয়েছে, এবার থেকে তৎকাল বুকিং হবে ১২০ দিন আগে থেকে। ভারতীয় রেল সুত্রে খবর, রাজধানীর মতো যে ৩০টি ট্রেন চলছে এবং ১ জুন থেকে যে ২০০টি ট্রেন চালু হবে, তাতে তৎকাল কোটা ফিরিয়ে আনা হচ্ছে এবং ১২০ দিন আগেই আসন সংরক্ষণও করা যাবে।

তবে রেলের ঘোষণা অনুযায়ী ৩১ মে সকাল ৮টা থেকে আগাম টিকিট বুকিং-এর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হবে। আর ওই দিন থেকেই তৎকাল কোটাতে টিকিট কাটা যাবে। ভারতীয় রেল টাইম টেবল মেনে ১ জুন থেকে ২০০টি যাত্রী ট্রেন চালু করছে। থাকছে এসি ও নন-এসি কোচ।

আরও পড়ুন--

ইতিপূর্বে লকডাউন চলায় দফায় দফায় বদলেছে রেলের টিকিট কাটার সিদ্ধান্ত । প্রথমে আইআরসিটিসির ওয়েবসাইট এবং অ্যাপ ছাড়া টিকিট কাটা যাচ্ছিল না। এরপর খোলা হয় রেলের বাছাই কাউন্টার। কিন্তু তাতে ৩০ দিনের অগ্রিম টিকিট বুক করা গেলেও, তৎকাল টিকিটের সুবিধাও ছিল না। এবার থেকে তার ব্যাবস্থা করল ভারতীয় রেল মন্ত্রক। এখন শুধু রেলের কাউন্টারই নয়, টিকিট মিলবে যাত্রী সুবিধা কেন্দ্রে, পোস্ট অফিসেও সংরক্ষিত টিকিট কেনা ও বাতিল করা যাবে। তবে অবশ্যই টিকিট কাউন্টারে সামাজিক দূরত্ব রক্ষা করে এবং অবশ্যই মাস্ক পরে লাইনে দাড়াতে হবে। রেল সুত্রে খবর, লকডাউনে এই ২৩০টি ট্রেনেই পার্সেল ও লাগেজ বুকিং করা যাবে।

আরও দেখুন--



#Indian Railway #Indian Rail #new condition of Indian Rail #বদলাল ট্রেনের টিকিট কাটার নিয়ম

Post a Comment

Previous Post Next Post