আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ

আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ


সায়ন ঘোষ, সমাচার : একেই করোনার প্রকোপ তার উপর আমফানের তান্ডবে লণ্ডভণ্ড গোটা রাজ্য। সুন্দরবন, হিঙ্গলগঞ্জ সহ একাধিক এলাকায় কয়েক হাজারের উপর বাড়ি এখনও জলের তলায়। বুধবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এর উদ্যোগে উত্তর ২৪ পরগনা জেলা কমিটির আহ্বানে বনগাঁ দীনবন্ধু মিত্র চক্র কয়েকশো ত্রিপল, ওষুধ, পানিয় জল সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে পৌঁছে গেছিল হিঙ্গলগঞ্জ এর প্রত্যন্ত এলাকায়।;

আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ

চার কুইন্টাল চাল, দুই কুইন্টাল চিড়ে, পঞ্চাশ কেজি গুড়, দুইশো প্যাকেট সার্ফ এক্সেল, দুইশো টি মোমবাতি, দেশলাই, স্যানিটারি ন্যাপকিন সহ ও. আর.এস., ১৫০০ ওমিপ্রাজল, প্যারাসিটামল, সেটজিন, মেট্রোজিল, ওফ্লোক্সাসিন, ত্রিপল, জলের বোতল, মশা তাড়ানোর ধুপ ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় আরো সামগ্রী নিয়ে পৌঁছান হিঙ্গলগঞ্জ এলাকার পানসিঘাটা, ঘুনী, খাপুকুর, টিয়াপাড়া গ্রামে।

আরও পড়ুন--

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা জানান, বিজ্ঞান মঞ্চের নেতৃত্বে এবং পুলিশের সহযোগিতায় বালিয়াডাঙ্গা প্রথমিক বিদ্যালয়ে বিজ্ঞান মঞ্চের বেস ক্যাম্প ওখান থেকে শুরু লড়াই, প্রথমে পানসিঘাটা ঘুনী গ্রামে জলের স্রোতের সাথে লড়াই করে ওখানকার মানুষের কাছে গেলাম, ওখানে কি ভাবে মানুষ বেচেঁ আছে ভাবতেই চোখে জল আসে, নিত্যপ্রয়োজনীয় জিনিস তো দূরের কথা পানিয় জল পর্যন্ত নেই, চারিদিকে শুধু নোনা জল, খাদ্যের জন্য হাহাকার, মাটির বাধেঁর উপর ছেড়া প্লাস্টিক দিয়ে ছাউনি করে আশ্রয় নিয়েছেন, ছোট বাচ্চাদের দিকে তাকাতে সাহস হচ্ছে না, ক্ষুদার্ত মুখগুলোর চোখে চোখ রাখতে পারলাম না। বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে যতটা সম্ভব পাশে থাকার চেষ্টা করলাম। সব পরিবারের হাতে কিছু শুকনো খাবার, পানিয় জল, চিড়ে, গুড়, ও.আর.এস., মোমবাতি, প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়।

আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ

পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক সফল সেন এবং সভাপতি সৌরভ চক্রবর্তীর নেতৃত্বে গতকাল থেকে চালু হয়েছে কমিউনিটি কিচেন। স্থানীয় ক্যাম্পে চলবে কমিউনিটি কিচেন, সকলের কাছে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হবে। আগামী একমাস ধরে কমিউনিটি কিচেন চলবে। তবে অবস্থা বুঝে এই কমিউনিটি কিচেন চলবে আরো বেশ কিছু দিন। বিজ্ঞান মঞ্চের সদস্য বাপি সমাদ্দার বলেন, ''অসহায় মানুষের পাশে বিজ্ঞান মঞ্চ ছিল, আছে এবং থাকবে''।

আরও দেখুন--



#Amfan #Lockdown #Corona #আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ #পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ

Post a Comment

Previous Post Next Post