
সার্বভৌম সমাচার : মনে পড়ছে ফুনসুক ওয়াড়ু’র কথা। আমির খান অভিনীত সুপার হিট হিন্দি ছবি থ্রি ইডিয়েটস যাঁর জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল সেই সোনম ওয়াংচুক। তবে সিনেমায় তাঁর চরিত্রের নাম ছিল ফুনসুক ওয়াড়ু। কিন্তু বাস্তব জীবনে তাঁর নাম সোনম ওয়াংচুক। সেই তিনি এবারে মুখ খুললেন। অবশ্য কোনও রাজনৈতিক বার্তা নয়। ভারতবাসীর কাছে তাঁর একটি সহজ সরল আর্জি। তিনি সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন এরকমটা দাঁড়ায় যে, আগামী এক সপ্তাহের মধ্যে চিনের তৈরি সমস্ত সফ্টওয়্যারের ব্যবহার বন্ধ করতে হবে। আগামী এক বছর কেনা যাবে না চিনের তৈরি কোনও দ্রব্য। অর্থাৎ চিনের তৈরি সামগ্রী বয়কট করার কথা বলেছেন তিনি।
শুধু ভাষণ নয়, দেশেবাসীর কাছে আবেদন জানিয়ে নিজেও সেই পথ অবলম্বন করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বেশ কয়েক দিন আগেই নিজের চিনা ফোনটি বাতিল করেছেন। আর এর সঙ্গে তিনি তার ব্যখ্যাও দিয়েছেন ।
আরও পড়ুন--
তাঁর কথায়, আমাদের সৈন্যদের সঙ্গে চিনা সেনারা লড়াই করার উদ্যোগ নিয়েছে। আবার আমারই চিনে তৈরি দ্রব্য ব্যবহার করে ও টিকটকের মত অ্যাপ ব্যবহার করে তাদের লক্ষ লক্ষ টাকার ব্যবসা করতে সাহায্য করছি। আর সেই টাকাতেই পুষ্ট হয় তাদের দেশের সেনাবাহিনী।
৫৩ বছরের ওই গবেষক ওয়াংচুক লাদাখ থেকে শ্যুট করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারত-চিন সীমান্তের উত্তেজনার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেছেন, নাগরিক হিসেবে আমাদের নূন্যতম দায়িত্ব পালন করার জরুরী। এছাড়াও তিনি চিনা দ্রব্য বয়কট ও চিনা সফ্টওয়্যার বাতিলের বিষয়টি প্রত্যেক নাগরিককে তাঁর প্রতিবেশী ও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ারও আর্জি জানিয়েছেন।
৫৩ বছরের ওই গবেষক ওয়াংচুক লাদাখ থেকে শ্যুট করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারত-চিন সীমান্তের উত্তেজনার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেছেন, নাগরিক হিসেবে আমাদের নূন্যতম দায়িত্ব পালন করার জরুরী। এছাড়াও তিনি চিনা দ্রব্য বয়কট ও চিনা সফ্টওয়্যার বাতিলের বিষয়টি প্রত্যেক নাগরিককে তাঁর প্রতিবেশী ও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ারও আর্জি জানিয়েছেন।
আরও পড়ুন--
তিনি বলেন, নিজের দেশের ১৪০ কোটি মানুষকে চিনা প্রশাসন সবথেকে বেশি ভয় করে। যাদের কোনও মানবাধিকার নেই। তাদের সঙ্গে শ্রমিকের মত ব্যবহার করা হয়। তারা নিজেদের শ্রম দিয়ে ক্রমশই সরকারকে ধনী করেছেন। কিন্তু আজ করোনাভাইরাসের ফলে বন্ধ অধিকাংশ কারখানা। কাজ হারিয়েছে বহু মানুষ। সেদেশের রফতানিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাতে ক্ষোভ বাড়ছে চিনা জনগণের। আর তাই আর এই সুযোগকে কাজে লাগিয়ে ভারতের নিজস্ব শক্তি ব্যবহার করা দরকার।
তিনি আরও বলেন, দেশের শিল্প ও দেশের মানুষকে সাবলম্বি করতে দেশের ১৩০ কোটি জনগণকে চিনের তৈরি পণ্য বর্জন করার ও একটি আন্দোলন শুরু আহ্বান জানান। তাঁর মতে এতে বিশ্বে প্রভাব পড়তে বাধ্য।
তিনি আরও বলেন, দেশের শিল্প ও দেশের মানুষকে সাবলম্বি করতে দেশের ১৩০ কোটি জনগণকে চিনের তৈরি পণ্য বর্জন করার ও একটি আন্দোলন শুরু আহ্বান জানান। তাঁর মতে এতে বিশ্বে প্রভাব পড়তে বাধ্য।
আরও দেখুন--
#Funsuk Wangru #boycott Chinese content #Chinese content #Chinese