সার্বভৌম
সমাচার : মহম্মদ শামি (Mohammed Shami)। ভারতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার। জাতীয় দলে
তাঁর বোলিং একটা গুরুত্বপূর্ণ অংশ। করোনা আবহে বিশ্বের অন্য ক্রিকেটারদের মত তিনিও
বাড়িতে বসেই সময় কাটচ্ছেন। এবারে তিনি তাঁর ফ্যানদের জন্য টুইটারে একটি ভিডিও পোস্ট
করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি ইন্ডোর ক্রিকেটে মেতে উঠেছেন। তাঁকে দেশের হয়ে সব
ধরনের ফর্ম্যাটেই খেলতে দেখা যায়। ইতিমধ্যে ভারতের হয়ে ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপ
খেলে ফেলেছেন।
আরও পড়ুন--
২০১৩ সালে
কলকাতার ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর টেস্টে অভিষেক ঘটে। প্রথম ম্যাচেই তিনি
৯ উইকেট নিয়েছিলেন। এখনও পর্যন্ত তিনি ৪৯টি টেস্ট খেলে ১৮০টি উইকেট নিয়েছেন।
একদিনের
ক্রিকেটে তিনি ৭৭টি ম্যাচে ১৪৪টি উইকেট নিয়েছেন। টি২০তে ফরম্যাটে ১১টি ম্যাচ খেলে ১২টি
উইকেট নিয়েছেন। আইপিএল-এ কিংস একাদশ পঞ্জাবের হয়ে তিনি ৫১টি ম্যাচ খেলে ৪০ উইকেট নিয়েছেন।
আরও দেখুন--
#Viral #Mohammad Shami #One Drop One Video #টুইটারে ভাইরাল মহম্মদ শামির ‘ওয়ান ড্রপ ওয়ান ভিডিও’