
সার্বভৌম সমাচার, কলকাতা : সাম্প্রতিক করোনা আবহে গোটা দেশে চলছে লকডাউন। এরমধ্যে দেশে করোনায় সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার ফের লকডাউন বাড়ানোর পথে কেন্দ্র। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন ১ জুন সকাল ১০ টা থেকেই মন্দির, মসজিদ, গির্জা খোলার অনুমতি দেওয়া হবে। তবে ১০ জনের বেশি মানুষ একসঙ্গে সেখানে ঢুকতে পারবেন না। মুখ্যমন্ত্রী মনে করছেন, করোনার বদলে মানুষের জীবন বদলে যাচ্ছে।
আরও পড়ুন--
এদিন তিনি করোনা ভাইরাসকে শতাব্দীর সবচেয়ে বড় বিপর্যয় বলে আখ্যা দিয়ে কড়া ভাষায় বলেন, “এই রোগ থেকে বাঁচতে সকলকে কড়া নিয়ম এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অনেক জায়গাতেই মানুষ নিয়ম মানছেন না, তাই করোনা দ্রুত ছড়াচ্ছে। ৬-৮ ফুট সামাজিক দূরত্ব বজায় রাখা আবশ্যিক। রাজ্যের সব মানুষকেই এটা মেনে চলতে হবে”। এছাড়াও মাস্ক, স্যানিটাইজেশন এবং হাত ধোয়া আবশ্যিক বলে জানান তিনি।
আরও দেখুন--
আরও দেখুন--
#private offices #Chief Minister #Mamata Banerjee #West Bengal #Lockdown #Corona #ছুটি শেষ; খুলছে সমস্ত বেসরকারি অফিস : মুখ্যমন্ত্রী