ষষ্ঠীতে জামাই; বাড়ি থেকে চুরি গেল চাল, ডাল, আলু, পেঁয়াজ

ষষ্ঠীতে জামাই; বাড়ি থেকে চুরি গেল চাল, ডাল, আলু, পেঁয়াজ

সার্বভৌম সমাচার :  বাড়িতে টিভি, আলমারি সবই আছে যথা স্থানে। কিন্তু ঘর থেকে চুরি গেল আগামী দুমাসের জন্য মজুত রাখা চাল, ডাল, আলু, পেঁয়াজ আর রান্নার মশলা। জামাইষষ্ঠীর নিমন্ত্রণ খেয়ে বাড়িতে এসে হতবাক গৃহকর্তা।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকার বাহারাপোতা গ্রামে। বাড়ির ওই গৃহকর্তার নাম মহাদেব গুছাইত। জানা গিয়েছে, শ্বশুরবাড়িতে জামাইষষ্ঠীর নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন তিনি। বাড়িতে ফিরেই তাঁর চক্ষু চড়কগাছ।

আরও পড়ুন--

লকডাউন চলছে, আর তাই স্বাভাবিকভাবেই ভবিষ্যতের জন্য কিছু খাবার মজুত করে রেখেছিলেন। কিন্তু কে জানত! জামাইষষ্ঠীর ভোজ খেতে গিয়েই নিজের ঘর থেকেই খোয়া যাবে আলু, পেঁয়াজসহ অন্যান্য আনাজ। তাও আবার বাড়ির রান্নাঘর থেকেই!

জামাইষষ্ঠী থেকে বাড়িতে ফেরার পর মহাদেববাবু লক্ষ্য করেন ঘরের মূলফাটক খোলা। তিনি তখনই আঁচ করতে পারছিলেন। ঘরের আলমারি থেকে খোয়া গিয়েছে সোনা গহনা। কিন্তু তখনও তিনি ভাবতে পারেননি যে রান্নাঘরের মশলাও চুরি গেছে। এখন তিনি কী বলবেন তা বুঝে উঠতে পারছেন না। থানায় গিয়ে অভিযোগ লেখাবেন? কিন্তু কী লেখাবেন! যদিও খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ।

আরও দেখুন--



#Jamai Shasthi #ষষ্ঠীতে জামাই,  বাড়ি থেকে চুরি গেল চাল, ডাল, আলু, পেঁয়াজ #জামাইষষ্ঠী

Post a Comment

Previous Post Next Post