বাড়ছে না বাস ভাড়া, চলবে সব বাস নামবে ট্যাক্সিও : পরিবহণ মন্ত্রী

বাড়ছে না বাস ভাড়া, চলবে সব বাস নামবে ট্যাক্সিও : পরিবহণ মন্ত্রী

সার্বভৌম সমাচার, কলকাতা ঃ বর্তমান পরিস্থিতিতে বাস পরিষেবা চালুর বিষয়ে রাজ্যের তরফেও ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছিল। কিন্তু তা নিয়ে অনেক ধোঁয়াশাও ছিল। আজ সাংবাদিক বৈঠক করে সেই ধোঁয়াশা কাটিয়ে দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এদিন জানিয়ে দিলেন, কীভাবে বাস চালানো হবে। এছাড়া তিনি এদিন প্রথমেই স্পষ্ট করে বলেন যে, বেসরকারি বাসে কোনও বাড়তি ভাড়া অনুমোদন করবে না রাজ্য সরকার। পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, বাসের সঙ্গে অ্যাপ নির্ভর সার্ভিসও বাড়ানো হয়েছে। পরিবহণের ক্ষেত্রে সরকার সবরকম সাহায্য করবে, তবে সেক্ষেত্রে যাত্রীদের ধৈর্য্য ধরে নিয়ম মানার আবেদন করেছেন মন্ত্রী। তবে অরেঞ্জ জোনে পরিবহণ পরিষেবার বিষয়ে কিছুই স্পষ্ট করেননি রাজ্যের পরিবহণ মন্ত্রী ।

আরও পড়ুন--

পাশাপাশি তিনি এও জানান, সোমবার থেকে এমার্জেন্সি সার্ভিস এর জন্য হাজার ওলা এবং উবার রাস্তায় নামছে। ট্রাম ও ফেরি পরিষেবাও চালু করা হবে। অটোর ক্ষেত্রে মুখ্য সচিবের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সন্ধ্যে ৭টার পরে এই মুহূর্তে বাস চলবে না।

রাজ্যে কবে থেকে চলবে বাস, কী নিয়মে  কোথায় কোথায় চলবে, এ নিয়েও সাধারণ মানুষের কৌতূহল ছিল। কেন্দ্রের তরফে জানান হয়েছিল, চতুর্থ দফায় লকডাউনের নিয়ম মেনে সব শিথিল করার দিকে এগোনো হবে।

আরও পড়ুন--

এদিন পরিবহণ মন্ত্রী এদিন আরও জানান, ‘সোমবার থেকে গ্রিন জোনে আধ ঘণ্টা অন্তর বাস পাবেন যাত্রীরা। গ্রিন জোনে ইতিমধ্যেই স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল শুরু হয়েছে। আগামী সোমবার থেকে সরকারি বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। স্বাস্থ্যবিধি মেনে বেসরকারি বাস এবং ট্যাক্সিও চলবে গ্রিন জ়োনে। তবে বাসের ক্ষেত্রে কোনও ভাবেই কুড়ি জনের বেশি যাত্রী একসঙ্গে চড়তে পারবেন না বলেও সতর্ক করেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তিনি আরও জানান, যাত্রীদের মাস্ক পরতেই হবে, হাত স্যানিটাইজ করতে হবে। এই বিষয়গুলোর ক্ষেত্রে কোন রকম আপস করা হবে না বলেও জানিয়ে দেন তিনি।

এদিন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'বেসরকারি বাসের ভাড়া নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। ভাড়ার বিষয়ে মানবিক দৃষ্টিভঙ্গি থাকা অত্যন্ত জরুরি। তাই কোনও বাসেই ভাড়া বাড়াবে না সরকার। সরকারি বাসের পরিষেবা আরও বাড়ানো হবে।'


আরও দেখুন


#বাস ভাড়া #ট্যাক্সি #পরিবহণ মন্ত্রী #পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী #Bus fares #Transport Minister #Calcutta

Post a Comment

Previous Post Next Post