সার্বভৌম সমাচার ওয়েব ডেস্ক ঃ করোনা ভাইরাসের দাপটে আমেরিকা
আজ সংকট থেকে সংকটতর পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। প্রথম অবস্থায় ট্রাম্প অভিযোগ
করেছিলেন, চিনে করোনা মহামারি ছড়িয়ে পড়াকে বিশ্বের কাছে সঠিক গুরুত্বের সঙ্গে তুলে
ধরেনি WHO। এমনই অভিযোগ জানিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়,
বন্ধ করেছিলেন আর্থিক অনুদানও।
আরও পড়ুন--
ইতিমধ্যে
জানা গিয়েছে, ট্রাম্প প্রশাসন চিনের সমান অনুদান দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। এমনটাই
তথ্যই দিয়েছে ফক্স নিউজ। গত এপ্রিলের ১৪ তারিখ বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু' কে করোনা
মোকাবিলার জন্য দেওয়া অনুদানের টাকা আটকে দিয়েছিল আমেরিকা। স্বয়ং মার্কিন পেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প হু-এর এই তহবিলে অনুদান বন্ধ করার কথা জানিয়েছেন।
আরও পড়ুন--
মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন চিনে করোনা মহামারি ছড়িয়ে পড়াকে বিশ্বের কাছে
সঠিক গুরুত্বের সঙ্গে তুলে ধরেনি WHO। বিশ্বব্যাপী করোনার বিস্তারে হু-এর অস্বচ্ছ ভূমিকা
রয়েছে বলে একাধিক অভিযোগ করেছিলেন ।
আরও দেখুন--
#WHO #World Health Organization #United States #White House #Donald Trump #অনুদান দিল আমেরিকা