বাংলাদেশে একই দিনে করোনায় আক্রান্ত হলেন চিকিৎসক, সাংবাদিক, ম্যাজিস্ট্রেট ও আইনজীবী

বাংলাদেশে একই দিনে করোনায় আক্রান্ত হলেন চিকিৎসক, সাংবাদিক, ম্যাজিস্ট্রেট ও আইনজীবী

মোল্লা আতাউর রহমান মিন্টু, চট্টগ্রাম ঃ বাংলাদেশের চট্টগ্রামে একই দিনে চারজন চিকিৎসক, এক সাংবাদিক, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এক আইনজীবীর দেহে করোনায় আক্রান্ত খোঁজ মিলল। গত ১৬ মে শনিবার চট্টগ্রামে যে ৭৯ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায় তাদের মধ্যে এরাও আছেন। অন্যদিকে পুনরায় পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে মহিউদ্দিন চৌধুরীর পরিবারের সদস্যদেরও।


আরও পড়ুন--


প্রশাসন সুত্রে জানা গেছে, ৪ চিকিৎসকের দুজন নন্দনকাননের বাসিন্দা। অন্য দুজনের একজন দক্ষিণ নালাপাড়া এবং অপরজন আগ্রাবাদ এলাকার বাসিন্দা। আর করোনায় আক্রান্ত হওয়া সাংবাদিকের নাম আহসান রিটন। তিনি বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্টের চট্টগ্রাম অফিসে কর্মরত। এছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার ও আইনজীবী সেলিম উদ্দিন শাহিন আছেন।


আরও পড়ুন--


বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সুত্রে খবর, 'গত ১০ মে থেকে আমাদের সহকর্মী আহসান রিটন অসুস্থতা অনুভব করছিলেন। তার নমুনার ফলাফল পজেটিভ এসেছে। এদিকে আমরা যারা হাউজে কর্মরত আছি তাদের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম মোহাম্মদ জিয়াউদ্দিন জানান, প্রথমবারের মতো একজন আইনজীবীর করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত আইনজীবী সেলিম উদ্দিন শাহিন হালিশহরের বাসায় আছেন। তিনি সুস্থ আছেন, চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন।

আরও পড়ুন--


জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার বর্তমানে সুস্থ আছেন। তিনি নিজের বাসায় আছেন। চিকিৎসকের পরামর্শমতো চিকিৎসা নেবেন।

উল্লেখ্য, শনিবার চট্টগ্রামে আরো ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম বিআইটিআইডি, সিভাসু, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ৫০৪ জনের নমুনা পরীক্ষা হয়। পজিটিভ রিপোর্ট আসাদের মধ্যে ৪ জন পুরাতন রোগী।



আরও দেখুন--



#Bangladesh #CORONA #LOCKDOWN #এক দিনে করোনায় আক্রান্ত হলেন #বাংলাদেশ #করোনা

Post a Comment

Previous Post Next Post