
সার্বভৌম সমাচার, গাইঘাটা ঃ উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বারণী মেলায় এসে লকডাউনে আটকে পরেছিল বিভিন্ন রাজ্যের ৬৩ জন মানুষ। যাদেরকে ফেরানো নিয়ে ইতিপূর্বে ঠাকুরবাড়ির দুইপক্ষই ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল। কিন্তু ক্রমশ্য লকডাউন বেড়ে চলায় তা আর হয়ে ওঠেনি। সম্প্রতি কেন্দ্র ও রাজ্য সরকারের পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর বিষয়ে উথাল-পাথাল কাটিয়ে উঠার পর শিথিল হয়েছে সমস্ত বিধিনিষেধ। মূলত এরপরই রবিবার সকালে ঠাকুরবাড়ির তরফে তিনটে বাসে করে আটকে থাকা মোট ৬৩ জন মতুয়াভক্তকে রাজস্থানে ফেরানোর ব্যবস্থা হলো। আর তাই নিয়েই ঠাকুরবাড়িতে শুরু হয়েছে চাপানউতোর। কে মতুয়াভক্তদের ফেরাতে উদ্যোগী হয়েছে; তা নিয়েই বিজেপি-তৃণমূলের তরজা শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন--
এদিন তাদের গাড়িতে তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন গাইঘাটা পুলিশ প্রশাসন ও বনগাঁ লোকসভার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর দাবি করেন, “লক ডাউনের মধ্যে রাজস্থান থেকে আশা ৬৩ জন মতুয়া ভক্তরা ঠাকুরবাড়িতে আটকে ছিল। বারবার রাজ্য সরকারকে জানালেও রাজ্য সরকার তাদের বাড়ি ফেরানো বা খাওয়া-দাওয়ার কোনো ব্যবস্থা করেনি। দু'মাস পর্যন্ত আমি এদের বসে খাইয়েছি। পরবর্তীতে রাজস্থান সরকারকে ঠাকুরবাড়িতে আটকে থাকা মতুয়াদের বাড়ি ফেরানোর জন্য বারবার অনুরোধ করেন তিনি। তাঁর অনুরোধে সাড়া দিয়ে রাজস্থান সরকার মতুয়াদের বাড়ি ফেরাতে উদ্যোগী হয়েছেন। মূলত রাজস্থান সরকারের জন্যই দু'মাস পরে ঘরে ফিরতে চলেছে মতুয়া ভক্তরা”।
আরও পড়ুন--
আবার অন্যদিকে এই বিষয়ে বনগাঁর প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর বলেন, “মতুয়া ভক্তরা ঠাকুরবাড়িতে এসেছে ঠাকুরবাড়ি কর্তব্য তাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা। ঠাকুরবাড়ি থেকে যতটা পেরেছে আমরা তাদের জন্য ব্যবস্থা করেছি। আমরা রাজ্য সরকারকে জানায়নি যে আমরা তাদের খেতে দিতে পারছি না। আজ রাজ্য সরকার বিডিও ও এসডিও এর মাধ্যমে ৬৩ জনকে বাড়ি ফিরিয়েছে। এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়”।
আরও পড়ুন--
গাইঘাটার ভিডিও বিব্রত বিশ্বাস বলেন, “দু'মাস ধরে ঠাকুরবাড়িতে আটকে থাকা ৬৩ জনকে সরকারি নিয়ম অনুসারে মেডিকেল টেস্ট করিয়ে খাবার-দাবার দিয়ে পাঠনো হচ্ছে”। ঠাকুরবাড়িতে আটকে থাকা মতুয়া ভক্তদের বাড়ি ফেরানো নিয়ে যতই রাজনৈতিক বিতর্ক শুরু হোক না কেন। দু'মাস আটকে থাকার পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পেরে আপাতভাবে খুশি মতুয়াভক্তরা।
#Matua #Thakurnagar #Thakurbari #Matua Mahamela #TMC #BJP #MAMATA #CORONA #LOCKDOWN