সার্বভৌম সমাচার, মিনাখা :
ঘূর্ণিঝড় আমফান এর দাপটে মিনাখার বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে উচিলদহ
গ্রাম সহ বেশ কয়েকটি গ্রাম। আজও পর্যন্ত এই গ্রামের বেশকিছু মানুষেরা গৃহহীন হয়ে
ত্রাণশিবিরেই দিন কাটাচ্ছে। আর এই অবস্থাতেও ক্ষতিপূরণের আর্থিক সাহায্য নিয়ে স্বজনপোষণের
অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ।
স্থানীয়দের অভিযোগ, তৃণমূলের
বুথ সভাপতি অখিল মিশ্র, কৃষ্ণপদ পান্ডা, রবি শংকর দাস সহ বেশ কয়েকজনের বাড়িতে তিন-চারজন
করে ক্ষতিপূরণের টাকা পেয়েছে, অথচ সেই সব বাড়িতে তেমন কোন ক্ষয়ক্ষতিই হয়নি বলে।
কিন্তু যাদের প্রকৃত ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের কোনও ক্ষয়ক্ষতির টাকা দেওয়া হয়নি।
কেন ক্ষতি পূরণের টাকা দেওয়া হয়নি এবং একটি বাড়িতে কেন একাধিক ব্যক্তি ক্ষতিপূরণের
টাকা পাবে; সেই দাবি নিয়ে আজ ওই এলাকায় তৃণমূল নেতাদের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখায়
গ্রামবাসীরা।
আরও
পড়ুন—
অন্যদিকে ঘূর্ণিঝড় আমফানের
দাপটে লন্ডভন্ড সন্দেশখালি, মিনাখার বিস্তীর্ণ এলাকা পরিদর্শনে আসেন চার সদস্যের একটি
কেন্দ্রীয় প্রতিনিধি দল। তারা গতকাল সন্দেশখালি এলাকার ধামাখালিতে একটি প্রশাসনিক
বৈঠক সেরে কলকাতার দিকে ফিরে যাওয়ার পথে মিনাখা মালঞ্চ বাজারে বেশ কিছু স্থানীয় বাসিন্দারা
গাড়ি আটকে বিক্ষোভ দেখায়। তাদের দাবি আমফান এক্ষতিগ্রস্ত পরিবারদের সঠিক ভাবে সাহায্য
করছে না মিনাখাঁ বিডিও শেখ কামরুল ইসলাম। তিনি শুধু শাসকদলের বা শাসক দল সমর্থকদের
সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বহুবার সাহায্যে দাবি নিয়ে ওই সমস্ত মানুষেররা বিডিও
অফিসে গেলেও তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, এলাকায় এসে পরিদর্শন করে সঠিক
ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্য প্রদান করা হোক। সেই সঙ্গে তারা বিডিও শেখ কামরুল ইসলামের
অপসারণের দাবী জানিয়েছে।
আরও দেখুন—
#Allegations of nepotism against the grassroots #TMC #Minakha
