মরার উপর খাঁড়ার ঘা, ভরা কোটালে ফের বাঁধ ভাঙ্গলো, নিখোঁজ এক

মরার উপর খাঁড়ার ঘা, ভরা কোটালে ফের বাঁধ ভাঙ্গলো, নিখোঁজ এক

সার্বভৌম সমাচার, বসিরহাট : পূর্ণিমার ভরা কোটালে গভীর রাত্রে নদীর জলের স্তর বেড়ে গিয়ে বাঁধ ভেঙে প্লাবিত বহুগ্রামএকে আমফানের জল এখনো নামেনি, তার উপর নতুন করে বাঁধভাঙ্গায় আতঙ্কে তৈরি হয়েছে সুন্দরবনের মানুষের বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ হাসনাবাদ এলাকার ডাঁসা গৌড়েশ্বর নদীর কয়েকশো ফুট নদী বাঁধ ভেঙে ফের প্লাবিত বিস্তীর্ণ এলাকাহিঙ্গলগঞ্জ, রূপমারি গ্রাম পঞ্চায়েতের গৌড়েশ্বর নদীর বাঁধ ভেঙ্গে রূপমারি, বাঁশতলী, বাইলানি এবং হাসনাবাদ ব্লকের ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের ডাঁসা নদীর ভাঙ্গনে ঘুনি, খাঁপুকুর, ভবানীপুর সহ বিভিন্ন এলাকায় জল ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে

আরও পড়ুন--

যেসব এলাকায় সেচ দপ্তর নতুন করে অস্থায়ী বাঁধ দেওয়ার কাজ করছিল, সেসব জায়গায়ও বাধ ক্ষতিগ্রস্ত হয়েছে।  ভরা কোটালের জন্য ১৪ থেকে ১৫ জায়গায় নদীর বাঁধে ক্ষতিগ্রস্ত হয়েছেবসিরহাট মহকুমার সেচ দপ্তর ১৪৯ জায়গায় অস্থায়ীভাবে নদীর বাঁধ মেরামত করার কাজ চালাচ্ছিল

জানা গিয়েছে, সেচ দপ্তরের বাঁধের কাজ করতে গিয়ে জেসিপি থেকে নদীতে পড়ে যায় দুই যুবক। তাদের মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও, শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও এক যুবক নিখোঁজআলিমুদ্দিন গাজী (২২ ) নামে ওই ্যক্তির বাড়ি মিনাখা থানার চৈতল মালঞ্চ গ্রামেউদ্ধার কাজে নেমেছে বিএসএফ কোস্টাল থানার পুলিশ।


আরও দেখুন--



#The embankment broke again in the filled creek #ভরা কোটালে ফের বাঁধ ভাঙ্গলো #Corona #lockdown

Post a Comment

Previous Post Next Post