গীতবিতান ফাউন্ডেশন এর পক্ষ থেকে গাছ বিতরণ

গীতবিতান ফাউন্ডেশন এর পক্ষ থেকে গাছ বিতরণ

সায়ন ঘোষ, বনগাঁ : কোভিড-১৯ এর তাণ্ডবে সারাবিশ্বের মানুষ যখন বিপর্যস্ত তখন প্রকৃতিতে একের পর এক বিপর্যয় হয়েই চলেছে। গত তিন মাস ধরে পৃথিবীর মানুষ একপ্রকার ঘরবন্দি। এরই মধ্যে আমফান ঝড়ে ভেঙে পরেছে অনেক গাছ। শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসের মধ্য দিয়ে বনগাঁর 'গীতবিতান ফাউন্ডেশন' এর উদ্যোগে বিতরণ করা হয় প্রায় ৫০০ টির উপর গাছ।

মেহগনি, শাল, সেগুন থেকে শুরু করে আম, জামরুল, লিচু সহ বিভিন্ন ফুলের গাছ বিতরণ করা হয় ফাউন্ডেশনের তরফ থেকে। এদিন ফাউন্ডেশন এর পক্ষ থেকে গাছ বিতরণ করেন বনগাঁর প্রাক্তন পৌরপ্রধান তথা বনগাঁ পৌরসভার বর্তমান প্রশাসক শংকর আঢ্য।
গীতবিতান ফাউন্ডেশন এর পক্ষ থেকে গাছ বিতরণ

বিশেষজ্ঞদের মতে, জীববৈচিত্র্য রক্ষার যে তাগিদ দুনিয়াব্যাপি আলোচিত হচ্ছিলো মানুষের অতিপ্রয়োজনীয়তা তাতে বাঁধা সৃষ্টি করছিল। করোনা মানুষের সেই অতিপ্রয়োজনীতা কমিয়ে জীববৈচিত্র্য রক্ষা করছে। কিন্তু আমফান এর প্রভাবে অনেক গাছের প্রান কেড়ে নিয়েছে।

এদিন ফাউন্ডেশন এর পক্ষ থেকে সম্পূরণ রায় জানান, আমাদের এই উদ্যোগে আর্থিক ভাবে সাহায্য করেছেন বনগাঁর প্রাক্তন বিধায়ক তথা আর.টি.ও. বোর্ডের মেম্বার গোপাল শেঠ মহাশয়। এছাড়া আমরা সকল বন্ধুরা মিলে যতোটা সম্ভব গাছ লাগানো এবং গাছ বাঁচানোর চেষ্টা করেছি।



Post a Comment

Previous Post Next Post