সার্বভৌম সমাচার : করোনা আবহে দেশ
জুড়ে চলা লকডাউনের ফলে দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়ে রাতারাতি 'বাস্তবের নায়ক' হয়ে উঠেছেন অভিনেতা সোনু সুদ। ইতিমধ্যে তাঁর এই কাজে খুশি হয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল তাকে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন। তাঁকে সরকারিভাবে সমস্তরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি। আর এ
সবের মধ্যে জোর গুঞ্জন শুরু হয়েছে, বিজেপিতে যোগ দিচ্ছেন
সোনু!
তবে
কী সত্যিই সোনু রাজনীতিতে আসছেন? কী বলছেন অভিনেতা! সম্প্রতি সংবাদ
মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে সোনু সুদ বলেছেন, '' আমি রাজনীতিতে যোগ দিচ্ছি না।
আমি
অভিনেতা হিসাবেই ভীষণ খুশি। বর্তমানে এই পেশায় উন্নতি করার সুযোগ পাচ্ছি।''
আরও পড়ুন--
তবে
সোনু শ্রমিকদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ায় কেউ কেউ আবার অভিযোগ করেছেন, তিনি নাকি বিজেপির সাহায্য নিয়েই এইসব কাজ করছেন। যদিও
সোনু
সুদের দাবী, ''প্রত্যেক রাজ্যেই ভিন্ন ভিন্ন সরকার রয়েছে। তাঁদের সকলের কাছ থেকে অনুমতি চেয়েই আমি এই উদ্যোগ নিচ্ছি। তবে যে অভিযোগ উঠেছে, তাতে আমি হতাশ নই। মানুষ আমাকে ডাকছেন, ধন্যবাদ জানাচ্ছেন। এটাই আমার কাছে বড় পাওনা। রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছাই আমার নেই।''
#Loud humming #Sonu Sud #BJP #Actor #বিজেপিতে যোগ দিচ্ছেন সোনু
 
