পুলিশি হেনস্থা ও ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে থানার সামনে রাস্তা অবরোধ বিজেপির

পুলিশি হেনস্থা ও ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে থানার সামনে রাস্তা অবরোধ বিজেপির

সার্বভৌম সমাচার, গাইঘাটা : ‘ত্রাণ নিয়ে চারিদিকে দুর্নীতি চলছে। বিজেপি কর্মীরা ত্রাণ নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে গেলে পুলিশ বিভিন্ন রকমভাবে তাদের হেনস্থা করছে।  এমনকি প্রতিবাদ করতে গেলে বিভিন্ন মিথ্যা কেসে ফাঁসিয়ে বিজেপি কর্মীদের গ্রেফতার করছে পুলিশএছাড়াও থানায় অভিযোগ দায়ের করতে গেলে বিজেপি কর্মী-সমর্থকদের অভিযোগও নিচ্ছে না। উল্টো তাদেরকেই গ্রেফতার করছে পুলিশ’- শুক্রবার দুপুরে উত্তর ২৪ পরগনার জেলার গাইঘাটা থানার সামনে প্রায় শ’দুই বিজেপি কর্মী-সমর্থকেরা এমনই একগুচ্ছ অভিযোগ নিয়ে যশোর রোড অবরোধ করে অবস্থান বিক্ষোভ শুরু করে। এদিনের এই বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বনগাঁর সাংসদ শান্তুনু ঠাকুর বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস

আরও পড়ুন--

বিষয়ে বনগাঁ লোকসভা সাংসদ শান্তনু ঠাকুর বলেন, “লকডাউন এরমধ্যে আমপান ঝড়ের পরে রেশন ত্রাণ বিলি নিয়ে দুর্নীতি করছে শাসক দলআর পুলিশ তাদের মদত দিচ্ছেএমনকি বিজেপির নেতা-কর্মীরা ত্রান দিতে গেলে বা সাধারণ মানুষের কথা শুনতে গেলে পুলিশ বিভিন্নভাবে হেনস্তা করছেবিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ থানায় জানাতে গেলে পুলিশ এই অভিযোগ নিচ্ছে নাউল্টো বিজেপি কর্মীদের বিভিন্ন মিথ্যা কেসে ফাসিয়ে গ্রেফতার করছে”

দুই ঘণ্টা অবরোধ চলার পরে বিজেপি এর পক্ষ থেকে সাংসদ শান্তনু ঠাকুর বিধায়ক বিশ্বজিৎ দাস সহ পাঁচ জনের একটি প্রতিনিধি দল গাইঘাটা থানার প্রশানের সঙ্গে দেখা করে তাদের দাবি জানানপুলিশ তাদের সঠিক পদক্ষেপের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়এরপর সচল হয় যশোর রোড l

আরও পড়ুন--

এই বিষয় শান্তনু ঠাকুর বলেন, পুলিশ আমাদের আশ্বস্ত করেছেন তারা আমাদের দাবি গুলি মেনে নেবেনযদি পুলিশ আমাদের দাবি না মানেন তাহলে আগামী দিনে বড় আন্দোলনের নামা হবে

আরও দেখুন--



#BJP blocked the road in front of the Gaighata Police Station # alleging corruption in police harassment and relief #BJP #MP Shantanu Thakur #MLA Biswajit Das

Post a Comment

Previous Post Next Post