আজ এই দশকের দ্বিতীয় চন্দ্র গ্রহণ; আপনি যে কাজটি ভুলেও করবেন না


দশকের দ্বিতীয় চন্দ্র গ্রহণের সময় যে কাজ ভুলেও করবেন না

সার্বভৌম সমাচার : দশকের দ্বিতীয় চন্দ্র গ্রহণ হতে চলেছে জুন শুক্রবারভারতীয় সময় অনুযায়ী রাত ১১টা ১৫মিনিট থেকে শুরু করে রাত ১২.৫৪ পর্যন্ত চলবেজানা গিয়েছে, এবারের চন্দ্রগ্রহণ ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশ ছাড়াও দেখা যাবে অস্ট্রেলিয়া, আফ্রিকা, ইউরোপের নানা দেশ, আন্টার্কটিকা থেকেওঅতএব আপনার সামনে সুযোগ থাকছে এই দশকের দ্বিতীয় চন্দ্র দেখার

এটি উপচ্ছায়া চন্দ্রগ্রহণ; অর্থাৎ সূর্য, পৃথিবী এবং চাঁদ অসম্পূর্ণভাবে একত্রিত হয়ে এই উপচ্ছায়া চন্দ্রগ্রহণ সৃষ্টি হয়এই শতাব্দীর প্রথম চন্দ্রগ্রহণ হয়েছিল এবছরেরই জানুয়ারি মাসেশাস্ত্রমতে, চন্দ্রগ্রহণের সঙ্গে মানব শরীরের একটি অদ্ভুদ যোগ আছেবলা হয়ে থাকে, গ্রহণের প্রভাব মানব শরীরের ওপর পড়েআর তাই গ্রহণের আপনি যে কাজ গুলি করতে পারেন-

আরও পড়ুন--

।   বলা হয়ে থাকে, পূর্ণিমা যোগ শুরু হলে মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর পূজা করা উচিততাতে গৃহস্থের মঙ্গল হয়
   তবে এই পুজোর আয়োজনে অবশ্যই রাখুন কাঁচা হলুদ, আতপ চাল, পঞ্চমৃত
   জলশঙ্খ নিয়ে ঈশ্বরের কাছে অভিষেক করুন
   দুধে জাফরান যোগ করে এবং তারপরে শঙ্খের মধ্যে সেই দুধটি ঢেলেও আপনি ঈশ্বরের কাছে অভিষেক করতে পারেন
  কাঁচা হলুদ, পান, সুপুরি, আতর, গোলাপ দিয়ে অর্ঘ্য দান করে মহালক্ষ্মীকে পুজো করতে পারেন

আরও পড়ুন--

তবে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহণের সময় যে কাজ গুলি আপনি অবশ্যই করবেন না-

   গ্রহণের সময়ে গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়এর কারণ, গ্রহণ চলাকালীন পরিবেশে ক্ষতিকারক কিছু তরঙ্গ সক্রিয় হয়ে ওঠে, তার প্রভাবে গর্ভস্থ সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে
   গ্রহণের সময়ে শারিরীক মিলিত উচিত নয়শাস্ত্রানুযায়ী, গ্রহণের সময়ে মিলনের ফলে যে সন্তান পৃথিবীতে আসবে তার চারিত্রিক দোষ থাকার সম্ভাবনা থেকে যায়
   গ্রহণের দিন সন্ধের পরে শরীরে তেল মালিশ করা একেবারেই উচিত নয় বলেও মনা করা হয়কারণ, এতে ত্বকের সমস্যা দেখা দিতে পারে
   গ্রহণের সময়ে যে বিষয়ে বিশেষ সতর্কতা পালন করা উচিত, তাহল, গ্রহণের আগেই রান্না-বান্না সেরে ফেলুন এবং গ্রহণের পরেই খাবার খান
   গ্রহণের সময়ে চাঁদের দিকে খালি চোখে না তাকানোই ভালকারণ, তাতে চোখের ক্ষতি হতে পারেযদিও চন্দ্রগ্রহণ দেখতে আলাদা কোনও সতর্কতার প্রয়োজন থাকে নাতবে খালি চোখে এই গ্রহণ না দেখাই ভালবরং টেলিস্কোপের সাহায্যে দেখলে নিঃসন্দেহে গ্রহণের সৌন্দর্য আরও ভালোভাবে আপনার চোখে ধরা পড়বে

আরও দেখুন--



#lunar eclipse #lunar eclipse 2020 #আপনি  যে কাজটি ভুলেও করবেন না

Post a Comment

Previous Post Next Post