সার্বভৌম
সমাচার : লকডাউনে সকলেই গৃহবন্দি। তাই দম্পতিরা এখন নিজেদের মধ্যে বেসি সময় কাটাতে পছন্দ করছেন। কেউ কেউ এই সময় সন্তানের পরিকল্পনাও করছেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে এই সময় সন্তানের পরিকল্পনা করা খুবই ঝুঁকিপূর্ণ।
করোনা সংক্রমণের ভয়ে এখন ভীত গোটা বিশ্ব। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। যার কারনে একপকার বাধ্য হয়েই পঞ্চম পর্যায়ের লকডাউনের ঘোষণা করেছে কেন্দ্র সরকার। কিন্তু কেন সন্তানের পরিকল্পনা করতে বারন করছেন বিশেষজ্ঞরা? এর পিছনে আসল কারণ কি?
আরও পড়ুন--
তাঁদের যুক্তি, এই সময় গর্ভবতী বা প্রসূতী মা এবং তাঁর সদ্যোজাত সন্তানের সংক্রমণের ভয় থাকে সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি। যদিও তাঁদের মত, তেমন কোনও প্রমাণ পাওয়া যায়নি যে, মা কোভিড পজিটিভ হলে সন্তানও কোভিড পজেটিভ হবে। কিন্তু তারপরেও ঝুঁকিটা রয়েই যাচ্ছে। করোনার সংক্রমণ ছড়াচ্ছে হাসপাতালগুলো থেকেও।
ফলে মা ও সন্তানের ক্ষেত্রে এটা খুবেই চিন্তার বিষয়। তাছাড়া সদ্যোজাত শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে খুবই কম। ফলে যে কোনও সংক্রমণই সহজেই ছরিয়ে পড়তে পারে শিশুর শরীরে।
আরও দেখুন--
#Lockdown #Corona #Don’t plan on having a child in lockdown #Says the expert
