সার্বভৌম সমাচার, কলকাতা :
‘দাদা-দিদি ধরে টিকিট মিলবে না’মঙ্গলবারে এহেন হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন
তিনি আরও বলেন, ‘যদি কেউ ভেবে থাকেন নিজের ওয়ার্ড সংরক্ষিত হয়েছে বলে নিজের স্ত্রীকে বা আত্মীয়কে দাঁড় করাবেন, তা চলবে না। দীঘদিন কাউন্সিলর রয়েছেন তাই ওয়ার্ড আপনার পৈতৃক সম্পত্তি বলেও ভাববেন না। দল যাঁকে যেখানে টিকিট দেবে তাই মেনে নিতে হবে। তাতে
কেউ
যদি ভাবেন বিজেপিতে যাবেন, বেরিয়ে যেতে পারেন’।
তৃণমূল কীভাবে বাছতে চলেছে কলকাতা পুরসভায় প্রার্থীপদ? সূত্রের খবর, তিনটি স্তরে প্রার্থী বেছে
নেবে
তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তৃণমূল সূত্রে খবর, প্রশান্ত কিশোরের সংস্থার রিপোর্ট, প্রশাসনিক রিপোর্ট এবং কাউন্সিলরদের থেকে পাওয়া রিপোর্ট বিশ্লেষণ করে প্রার্থীপদ ঠিক করা হবে।
আরও পড়ুন--
এদিকে
তৃণমূলের
প্রার্থী নির্বাচনকে কটাক্ষ করে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, “কোথাকার ভুইফোঁড় সংস্থা, তারা এসে প্রার্থী তালিকা ঠিক করবে? আর যারা জান্মলগ্ন থেকে তৃণমমূল করল তারা বসে বসে শুনছে? যারা শুনছিলেন তাঁদের বলছি, আপনাদের তৃণমূল ছেড়ে চলে যাওয়া উচিত”।
অন্যদিকে
সিপিএম-এর রাজ্য কমিটির সদস্য শমীক লাহিড়ি কটাক্ষ করে বলেন, ‘আমাদের দল আলোচনা করে প্রার্থী ঠিক করে। কোন এজেন্সি ঠিক করে না।’যদিও তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, “দিদিই সব ঠিক করবে। পিকে বা অভিষেক নয়। দলের মাথা
মমতাই।
সূত্রের খবর, ১৮ এপ্রিল কলকাতা পুরসভায় ভোট হতে পারে। দিনক্ষণ ঠিক হলেই প্রার্থী তালিকা
ঘোষণা
করবে
তৃণমূল
।
আরও দেখুন--
#Tickets will not match for grandparents #Abhishek Banerjee #TMC #KMC #Municipal Election
