সার্বভৌম
সমাচার, নয়া দিল্লি : চলতি বছরে আর
কোনও
নতুন সরকারি প্রকল্পের উদ্যোগ নেওয়া হবে না
বলে
স্পষ্ট করে জানিয়ে দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
মুলত করোনা ভাইরাসের সঙ্কটের কারণেই
এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
এদিন জানিয়েছেন, ‘গত ২৫ মার্চ থেকে এক
টানা
লকডাউন চালিয়েও সংক্রমণকে রোখা যায়নি। তাই
এই
পরিস্থিতিতে নতুন করে আর কোনও
সরকারি
প্রকল্পের ঘোষণা করার কথা ভাবছে না
সরকার। সূত্রে খবর, আপাতত করোনা সঙ্কটের মোকাবিলা
করাটাই সরকার প্রধান লক্ষ্য
হিসাবে নিয়েছে। এমনকি নতুন কোনও প্রকল্পের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে সুপারিশ না
করার জন্যও সমস্ত দপ্তরকেও ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন--
তবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এবং আত্মনির্ভর ভারতের নীতিমালার আওতায় যে যে ঘোষণাগুলি করা হয়েছে
শুধুমাত্র সাম্প্রতিক পরিস্থিতির
উপর দাড়িয়ে সেখানেই একমাত্র খরচ করবার অনুমতি দেওয়া হবে, অন্য কিছুতেই নয়, শুক্রবার এমনটাই
জানিয়ে
দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
এক বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রকের তরফে বলা হয়েছে, "এই মহামারীর পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের এখন খুবই টাকার প্রয়োজন। তাই
এই
পরিবর্তিত পরিস্থিতিকে অগ্রাধিকার দিয়ে সেই সংস্থানগুলির দিকেই জোর দেওয়ার প্রয়োজন রয়েছে"।
এছাড়াও বাজেটের আওতায় থাকা অনুমোদিত প্রকল্পগুলিকেও আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করে দেওয়া হল বলেও জানিয়েছে অর্থমন্ত্রক। তবে এই অবস্থানের থেকে ব্যতিক্রমী কোনও পদক্ষেপ নিতে হলে তার জন্য
অনুমোদন
নিতে হবে সরকারের থেকে।
আরও দেখুন--
#Union Finance Ministry #No new projects this year - Union Finance Ministry #new projects #nirmala sitharaman #
