ক্যান্সার রোগীর বিরল ঔষধের ব্যবস্থা করল মানবিক পুলিশ

ক্যান্সার রোগীর বিরল ঔষধের ব্যবস্থা করল মানবিক পুলিশ

সার্বভৌম সমাচার, বনগাঁ : এক ক্যান্সার রোগীর ঔষধের ব্যবস্থা করে ফের আরেকবার মানবিকতার নিদর্শন রাখল পুলিশ প্রশাসন।  জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার কনিয়াড়া গ্রামের  টুম্পা সরকার নামে এক গৃহবধু দীর্ঘদিন ধরে ব্ল্যাড ক্যান্সারে ভুগছেন। নিয়মিত ঔষধ না পেলে মারাত্মক শারীরিক সমস্যায় পড়েন তিনি। কিন্তু সাম্প্রতিক করোনা আবহে লকডাউন চলার কারনে বাড়ি থেকে বের হতে পারছিলেন না। ফলে জোগাড় হচ্ছিল না ঔষধও । আবার দীনদরিদ্র পরিবার হওয়ায় গাড়ি ভাড়া করে ডাক্তার দেখাতে যেতেও অপারগ ছিলেন।  এদিকে ক্রমেই অসুখের অবনতি হচ্ছিল টুম্পাদেবীর। অবশেষে টুম্পা দেবীর স্বামী বলরাম সরকার যোগাযোগ করেন বনগাঁ থানার আইসি মানস চৌধুরীর সঙ্ঘে। বলেন, স্ত্রীর ক্যান্সার রোগের বিরল ঔষধের কথা।

আরও পড়ুন—

এরপর বনগাঁ থানার আইসি মানস চৌধুরী কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত কাজল চ্যাটার্জীর সঙ্গে যোগাযোগ করে ওই ঔষধ আনানোর ব্যবস্থা করেন । জানা গিয়েছে, কাজলবাবু কর্মসূত্রে লালবাজারে নিজের অফিসে যান।  কিন্তু তার বাড়ি বনগাঁ থানা এলাকায়। 
এদিন কাজল বাবু জানান, “ডাক্তারবাবুর কাছ থেকে প্রেসক্রিপশন আপডেট করে তবেই ওই ওষুধ আনতে পেরেছি” । জানা গিয়েছে, বনগাঁ থানা থেকে বিরল ওষুধটি রুগীর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।  জানা গিয়েছে, ওই ওষুধটির দাম অনেক হওয়ায় ম্যাক্স ফাউন্ডেশন নামে মুম্বইয়ের একটি সংস্থার তরফে দুঃস্থ রোগীদের বিনামূল্যে দেওয়া হয় 

আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post