সার্বভৌম সমাচার, গোপালনগর
: জমির গাছ কাটা নিয়ে বিবাদের জেরে প্রাক্তন সেনাকর্মী দাদার ধারালো অস্ত্রের কোপে ভাইয়ের মৃত্যু। বুধবার দুপুরে ঘটিনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার গোপালনগর থানার নহাটা ফুলবাড়ি এলাকার ঘটনা। মৃত ব্যক্তির নাম দেবেশ সরকার (৪৫)। সূত্রের খবর, সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিল গোপালনগর থানার নহাটা ফুলবাড়ী এলাকার সরকার পরিবার।
আরও পড়ুন--
অভিযোগ আজ দাদা একান্ত সরকার বিবাদমান জমিতে গাছ কাটছিলেন তখন দেবেস সরকার বাধা দিতে যান। তখন তার উপরে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় একান্ত সরকার, তার স্ত্রী, ছেলে-মেয়ে সহ অন্যান্য ভাইয়েরা। দাদার ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত অবস্থায় দেবেশ সরকারকে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। স্বামীর হত্যাকারীদের শাস্তির দাবি করেন স্ত্রী মলিনা সরকার। অভিযোগ পেয়ে দাদা একান্ত সরকার, দাদার স্ত্রী, মেয়ে রিয়া সরকার ও দাদার ছেলে প্রশান্ত সরকারকে গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিশ।
আরও দেখুন--
