তেজ কমতে শুরু করেছে ঘূর্ণিঝড় নিসর্গ, রাতে গভীর নিম্নচাপ

তেজ কমতে শুরু করেছে ঘূর্ণিঝড় নিসর্গ, রাতে গভীর নিম্নচাপ

সার্বভৌম সমাচার, মুম্বাই : প্রবল বেগে আপাতত সাইক্লোন নিসর্গ মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়েছে জানা গিয়েছে, মুম্বই বা মুম্বাই সংলগ্ন এলাকায় বিগত প্রায় ১০০ বছরেরও পর আছড়ে পড়ল কোনও ঘূর্ণিঝড় ফলে মুম্বই সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে

আরও পড়ুন--

ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে থানে, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গ এলাকায় এছাড়া রেড অ্যালার্ট জারি করা হয়েছে মুম্বইয়েও তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়ায়ী ঘূর্ণিঝড় ভয়ঙ্কর শক্তিশালী হওয়ায় গুজরাট, দমন-দিউ এবং দাদরা নগর হাভেলিতেও জারি রয়েছে প্রবল সতর্কতা

আবহাওয়া দফতর সূত্রে খবর, মুম্বই মহারাষ্ট্র জুড়ে তাণ্ডব চালানোর পর ক্রমশ্য শক্তিক্ষয় হয়ে দুর্বল হচ্ছে নিসর্গ বিকেল সন্ধে গড়ালে নিসর্গের তেজ আরও কমবে জানা গিয়েছে তবে রাতের দিকে ভারী বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া চলবে মুম্বই মহারাষ্ট্র জুড়ে আজ দুপুর ঠিক আড়াইটে নাগাদ সাইক্লোন 'নিসর্গ' ভূমিভাগে আছড়ে পড়ার পর শুরু হয় প্রবল তাণ্ডবলীলা তবে মুম্বই- ঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়েনি তবে শেষ খবর অনুযায়ী, ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে মুম্বইয়ের আকাশ


আরও দেখুন--



#cyclone cosmos #deep depression at night #Nisargha #Mumbai #Amfan

Post a Comment

Previous Post Next Post