সার্বভৌম সমাচার, মুম্বাই : প্রবল বেগে আপাতত সাইক্লোন নিসর্গ মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়েছে। জানা গিয়েছে, মুম্বই বা মুম্বাই সংলগ্ন এলাকায় বিগত প্রায় ১০০ বছরেরও পর আছড়ে পড়ল কোনও ঘূর্ণিঝড়। ফলে মুম্বই ও সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে।
আরও পড়ুন--
ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে থানে, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গ এলাকায়। এছাড়া রেড অ্যালার্ট জারি করা হয়েছে মুম্বইয়েও। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়ায়ী ঘূর্ণিঝড় ভয়ঙ্কর শক্তিশালী হওয়ায় গুজরাট, দমন-দিউ এবং দাদরা ও নগর হাভেলিতেও জারি রয়েছে প্রবল সতর্কতা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, মুম্বই ও মহারাষ্ট্র জুড়ে তাণ্ডব চালানোর পর ক্রমশ্য শক্তিক্ষয় হয়ে দুর্বল হচ্ছে নিসর্গ। বিকেল ও সন্ধে গড়ালে নিসর্গের তেজ আরও কমবে জানা গিয়েছে। তবে রাতের দিকে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া চলবে মুম্বই ও মহারাষ্ট্র জুড়ে । আজ দুপুর ঠিক আড়াইটে নাগাদ সাইক্লোন 'নিসর্গ' ভূমিভাগে আছড়ে পড়ার পর শুরু হয় প্রবল তাণ্ডবলীলা । তবে মুম্বই-এ ঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়েনি । তবে শেষ খবর অনুযায়ী, ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে মুম্বইয়ের আকাশ।
আরও দেখুন--
 
