সার্বভৌম সমাচার, কলকাতা : রাজ্য সরকার বা পরিবহণ দফতর নয়,বাস ভাড়া বাড়িয়ে নিল ইউনিয়নই। ডানলপ থেকে কলকাতা যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ২৩০ নম্বর রুটের ইউনিয়নের তরফে যে নতুন ভাড়া চালু করা হয়েছে, সেই অনুযায়ী এখন থেকে বাসে উঠলেই যাত্রীদের দিতে হবে নুন্যতম ১০ টাকা।
সাম্প্রতিক করোনা আবহে রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী বাসে ২০ জনের বেশি যাত্রী যাবে না। মানতে হবে সামাজিক নিয়ম বিধিও। আর তারপর বেসরকারি বাস সংগঠনগুলি পরিবহণ দফতরকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল, ভাড়া না বাড়লে শুরু হবে না বেসরকারি বাস পরিষেবা। অবশেষে পরিবহন মন্ত্রীর আশ্বাসে শুরু হয় বেসরকারি বাস পরিষেবা। কিন্তু ২৩০ নম্বর রুটের বাস সংগঠনগুলি নিজেদের ইচ্ছামতই নতুন ভাড়ার তালিকা প্রকাশ করে বাসের গায়ে চিপকে দেয়।
আরও পড়ুন--
যদিও ইউনিয়নের তরফে দাবী করে বলা হয়েছে, “কোভিড এর জন্য এই ভাড়া বাড়ানো হয়েছে। এমনকি আগের ভাড়া কী ছিল এবং বর্তমানে কী ভাড়া বাড়ানো হল তা ইউনিয়নের তরফে চার্ট আকারে প্রত্যেকটি বাসে লাগানো হয়েছে ।
উল্লেখ্য, ডানলপ থেকে কলকাতায় যোগাযোগের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। যা বিশেষত বিটি রোড সংলগ্ন বাসিন্দাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ইউনিয়নের তরফে যে বর্ধিত ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে তো কোথাও কোথাও আবার দ্বিগুণও ভাড়া বাড়িয়েছে ইউনিয়ন। তবে ইউনিয়নের তরফে যে নতুন ভাড়া করা হয়েছে তাতে দেখা গিয়েছে, ৭ টাকার ভাড়া করা হয়েছে ১০ টাকা। ৯ টাকার ভাড়া হয়েছে ১৫ টাকা। তবে ১০ ও ১১ টাকার যে ভাড়া ছিল তা বাড়িয়ে করা হয়েছে ২০ টাকা।
আরও পড়ুন--
তবে ইউনিয়ন অবশ্য জানাচ্ছে "সরকার আমাদের দাবি শোনেননি। যত সংখ্যক আসন তত সংখ্যক যাত্রী নিয়ে বাস চললে লোকসান হবে। তেলের টাকা পর্যন্ত উঠবে না। তাই ভাড়া বাড়ানো হয়েছে। তবে যাত্রীদের বেশি ভাড়া দেওয়ার জন্য জবরদস্তি করা হচ্ছে না।"
করোনার দুর্যোগের পর বুধবার সকাল থেকে বাস পরিষেবা শুরু হওয়ায় আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এই রুটের নিত্যযাত্রীরা। তাই ভাড়া বাড়লেও আপাতভাবে যাত্রীরা বেশি ভাড়া দিচ্ছেন খুশি মনেই। তবে এভাবে বেসরকারি বাস কর্তৃপক্ষ ইউনিয়ন বাসে চার্ট লাগাতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।
আরও দেখুন--
#union that increased the bus fare #state government #transport department #Kolkata Bus Service
