সার্বভৌম সমাচার : আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন বিরাট কোহলি এবং টেস্টে তার স্থান দ্বিতীয়। তাঁর কেরিয়ারের প্রথম দিকে তাঁকে বলতে শোনা গিয়েছে, তিনি খেতে খুব ভালবাসতেন, বিশেষ করে চিকেন। কিন্তু নিজের ফিটনেস ধরে রাখার জন্য তিনি ২০১৩তে ফিটনেস, খাওয়া, ট্রেনিং নিয়ে নতুন ভাবে ভাবতে শুরু করেন। আর তাঁর সেই কঠোর প্রচেষ্টা তাঁকে ফিটনেসের চরম উচ্চতায় নিয়ে গিয়েছে মাঠে ও মাঠের বাইরে।
আর সেই বিরাটকে দেখেই এবারে বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল বলছেন, “তিনি ভারত অধিনায়ক বিরাট কোহলির ফিটনেস দেখে লজ্জিত”। ইকবাল আরও বলেন, “গত দু'তিন বছর আগের ঘটনা তিনি ভেবেছিলেন তিনি কেন বিরাটের মতো হতে পারবেন না যখন তাঁরা একই বয়সী”। এরপর ইএসপিএল ক্রিকইনফোর ভিডিওকাস্টে সঞ্জয় মঞ্জরেকরের সঙিগে কথপোকথনে ইকবাল বলেন, ‘‘আমি অবশ্যই এটা বলব, এমনটা নয় যে ভারতীয় ধারাভাষ্যকরের সঙ্গে কথা বলছি, “ভারত আমাদের প্রতিবেশী তাই তারা যা করে তার প্রভাব বাংলাদেশের উপর পড়ে। আমরা লক্ষ্য করি কী হচ্ছে এবং যখন ভারত ফিটনেস নিয়ে ভাবতে শুরু করল সেটা বাংলাদেশের উপর সব থেকে বেশি প্রভাব ফেলেছিল।''
আরও পড়ুন--
তিনি আরও বলেছেন,‘আমার এটা মেনে নিতে কোনও লজ্জা নেই, যখন আমি বিরাট কোহলিকে দু'তিন বছর আগে দৌড়তে দেখেছিলাম, আমার লজ্জা লেগেছিল নিজের উপর, আমি ভেবেছিলাম এই ছেলেটি আমার বয়সী প্রায়, কিন্তু ও প্রচুর ট্রেনিং করে এবং আমি করি না ওর অর্ধেকও।আমাদের দলেও এরকম উদাহরণ রয়েছে, মুশফিকুর রহিম নিজেকে ফিটনেসের দিক থেকে দারুণ রেখেছে।''
অন্যদিকে সচিন তেন্ডুলকরের সঙ্গে সব সময়ই তুলনা হচ্ছে বিরাট কোহলির। তাঁকে দেখতে দেখতেই বড় হয়েছেন কোহলি। আর এখন ব্যাট হাতে সচিনের রেকর্ড ভাঙছেন বিরাট । সচিন ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি নিয়ে ক্রিকেট খেলা থেকে অবসর নিয়েছিলেন। আর এখনই বিরাট কোহলির দখলে রয়েছে ৭০টি সেঞ্চুরি সব ফর্ম্যাটের ক্রিকেটে।
আরও দেখুন--
