সবুজায়নের লক্ষে গাছের চারা বিতরন বনগাঁয় বিজেপি যুবমোর্চার

সবুজায়নের লক্ষে গাছের চারা বিতরন বনগাঁয় বিজেপি যুবমোর্চার

সার্বভৌম সমাচার, বনগাঁ : সাম্প্রতিক আমফান ঝড়ে বনগাঁ মহকুমায় প্রচুর ছট বড় গাছ ভেঙ্গে নষ্ট হয়েছে যার ফলে আগামি দিনে পরিবেশের উপর ব্যাপক প্রভাব পড়বে আর তাই পরিবেশ রক্ষার জন্য বুধবার বনগাঁ বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে বনগাঁ পৌর মণ্ডলে প্রায় পাঁচ হাজার গাছ বিতরণ করা হয়। এদিন সকাল ১১ টার সময় বনগাঁ মতিগঞ্জ এলাকা থেকে পথচলতি মানুষের হাতে আম, জাম, কাঁঠাল , মেহগনি, সেগুন আরো অনেক ধরনের গাছ তুলে দেওয়া হয়


আরও দেখুন--

ভারতীয় জনতা পার্টির বনগাঁ পৌর মণ্ডলের যুব মোর্চার সভাপতি রাজিব রায় বলেন, “আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা যে কোন ইস্যুতে রাস্তায় নামে, সেটা প্রতিবাদেই হোক বা মানুষের পাশে থাকা হোক। আম্ফান ঝড়ে প্রচুর গাছ নষ্ট হয়ে গিয়েছে। সেই কারণেই আজকে আমরা গাছের চারা বিতরনের জন্য নেমেছি। মানুষ যাতে গাছ লাগান, সেকারনে পথ চলতি মানুষের মধ্যে এই গাছ বিতরণ করলাম”

এদিন বহু মানুষকে বনগাঁর মতিগঞ্জ এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে গাছের চারা নিতে দেখা গেল।



#BJP youth #Bangaon #distributes #tree saplings for greening #greening

Post a Comment

Previous Post Next Post