সার্বভৌম সমাচার : বিশ্ববাসীর কাছে ২০২০ সাল স্মৃতি হয়ে থাকবে । বিপদ কখনও বলে আসে না। তাই বলে এরকম ভাবে একের পর এক বিপদ; আবার এক বিপদ কেটে উঠতে না উঠতেই নতুন এক বিপদ। ২০২০ সালে যেন বিপদ অন্তহীন হয়েই এসেছে।
শুরুতেই করোনা, তারপর আমফান, এরপর নিসর্গ; এখন নতুন আতঙ্ক “রক্ত চোষা”।
করোনায় আক্রান্ত দেশের তালিকায় এখন রাশিয়া স্থান তিন নম্বর। আর এই মারণ ভাইরাসের তাণ্ডব সামলাতেই হিমশিম খাচ্ছে পুতিনের সরকার। তারমধ্যেই নতুন উৎপাত রাশিয়ার সার্বিয়া অঞ্চলে। “রক্ত চোষা”। এটি এক ধরণের পোকা। যার আক্রমণে ইতিমধ্যে রাশিয়ার বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন।
ভয়ানক ওই পোকা কামড়ালেই ভর্তি হতে হচ্ছে হাসপাতালে। জানা গিয়েছে, এই পোকা খুবই বিষাক্ত। এর কামড় এতটাই মারাত্মক যে ত্বক ভেদ করে হাড়েও বিষ ছড়িয়ে দিচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু আক্রান্তের শরীরে এনসেফালাইটিস দেখা দিয়েছে। সার্বিয়ার এপিডেমওলজি সেন্টার জানিয়েছে, এখনও পর্যন্ত সতেরো হাজার মানুষকে কামড়েছে এই পোকা। আর তার মধ্যে প্রায় সাড়ে চার হাজার শিশু রয়েছে। এদের
মধ্যে আবার অনেকেরই হাড়ের সমস্যা দেখা দিয়েছে।
আরও পড়ুন--
এই রাশিয়ায় এই সময় শীত কিছুটা কম থাকার কারনে কিছু অঞ্চলে নানারকম বিষাক্ত পোকামাকড়ের উৎপাত বাড়ে।
কিন্তু এমন পোকার উপদ্রব আগে কখনও দেখেনি সেখানকার মানুষ। আর তাই আতঙ্ক ছড়িয়েছে সেখানকার স্থানীয় মানুষের মধ্যে।
জানা গিয়েছে, মূলত ঘাসের ওপর থাকে এই পোকা। কামড়ানোর পর রক্ত চুষে নেয়। কামড়ানোর পর বিষক্রিয়া এমন ভাবে ছড়িয়ে পড়ছে চিকিৎসার জন্য যে হাসপাতালে ছুটতে হচ্ছে। এদিকে করোনার জেরে হাসপাতালে এখন রোগীদের ভিড় সামলাতে নাজেহাল সেদেশের হাসপাতাল গুলি। আর তার মধ্যে এই নতুন পোকায় কামড়ানো ব্যক্তিদের ভিড়ে নাজেহাল হয়ে পড়ছে সেখানকার হাসপাতাল কর্তৃপক্ষ ।
আরও দেখুন--
