সোমবার থেকে সরকারী কর্মচারীদের সপ্তাহে ৩ দিন অফিস বাধ্যতামূলক করল নবান্ন

সোমবার থেকে সরকারী কর্মচারীদের সপ্তাহে ৩ দিন অফিস বাধ্যতামূলক করল নবান্ন

সার্বভৌম সমাচার, কলকাতা : গত সোমবার থেকেই রাজ্যে শিথিল হয়েছে লকডাউন সরকারী নির্দেশ অনুযায়ী অনেকেই অফিসমূখী হয়েছেন তবে পর্যাপ্ত গণপরিবহণ না থাকায় ফলে দুর্ভোগের শিকার হয়েছেন অনেকই আবার কেউ কেউ বাইকে; আবার কেউ কেউ চাকরি বাঁচাতে গাড়ি ভাড়া করে অফিসমুখী হয়েছেন ভাড়া বাড়ানো নিয়ে সমস্যা না মেটায় এখনও পর্যন্ত পথে নামেনি বেসরকারি বাস

তবে স্বস্তির খবর, আজ মালিকসংগঠনের বৈঠকের পর আগামিকাল থেকে সরকারি বাস এবং মিনিবাস অল্প অল্প করে রাস্তায় নামানো হবে বলে জানানো হয়েছে

আরও পড়ুন--

উল্লেখ্য নির্দেশ অনুযায়ী আগামি জুন থেকে ৭০ শতাংশ কর্মী নিয়ে সরকারি অফিস খুলছে তবে সব সরকারি কর্মীকেই সপ্তাহে দিন অফিস করতেই হবে বলে নবান্নের কড়া নির্দেশ এই নির্দেশ কার্যকর হবে সমস্ত সরকারি অফিস, পুরসভা, পঞ্চায়েতে তবে আপাতত স্কুল-কলেজ বন্ধ থাকায় ছাড় পাচ্ছেন শিক্ষক-অশিক্ষক কর্মীরা

অন্যদিকে সম্প্রতি নবান্নে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে তবেই কাজ চালাতে হবে সমস্ত সরকারি বেসরকারি সমস্ত অফিসে তবে বেসরকারি অফিসগুলোর ক্ষেত্রে কত শতাংশ কর্মী কাজ চালানো হবে সেই সিদ্ধান্ত সেই বেসরকারি অফিস কর্তৃপক্ষ


আরও দেখুন--



#Namanna #Compulsory for Government Employees #Office Next Monday #Coronavirus Outbreak #Outbreak of Coronavirus 

Post a Comment

Previous Post Next Post