সার্বভৌম সমাচার, মুম্বই : সাইক্লোন নিসর্গের গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার, ফলে ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। কেন্দ্রীয় আবহওয়া অফিস সুত্রে খবর, “আগামী কয়েকঘণ্টায় ঘূর্ণিঝড় উত্তর দিকে বরাবর ধেয়ে আসতে পারে, তারপর ‘নিসর্গ’ বাঁক নিতে পারে উত্তর-উত্তরপূর্ব দিকে এবং সেক্ষেত্রে আগামি ৩ জুন নাগাদ উত্তর মহারাষ্ট্র ও দক্ষিণ গুজরাট উপকূল দিয়ে মহারাষ্ট্রের আলিবাগ সংলগ্ন এলাকা দিয়ে যেতে পারে”। ইতিমধ্যেই থানে, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গ এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে, “ধ্বস, ভারি বৃষ্টি বা গাছ উপড়ে সম্ভাব্য ক্ষতির মোকাবিলায় দল তৈরি করা হয়েছে”। সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলি যথা মহারাষ্ট্র ও গুজরাটের উপকূলবর্তী এলাকায় নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৩০টি দল। ৪৫ জন করে কর্মী প্রতিটি দলে রয়েছেন । তবে গুজরাতের তরফে অনুরোধ করা হয়েছে আরও অতিরিক্ত ৫টি দল পাঠানোর জন্য। এবিষয়ে এনডিআরএফ প্রধান এসএন প্রধান বলেছেন, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে সেখানে আরও ১৫টি দল পৌঁছে যাবে। এছাড়াও মহারাষ্ট্রে পাঠানো হয়েছে ১০টি দল এবং প্রস্তুত রাখা হয়েছে ৬টি দল। মহারাষ্ট্রের সচিবালয়ে খোলা হয়েছে একটি কন্ট্রোলরুম। এছাড়াও ওই অফিসে যোগাযোগ রাখতে বলা হয়েছে সেনাবাহিনী, বায়ুসেনা, নৌসেনা এহং আবহাওয়া দফতরকে। মুম্বইয়ে মোতায়েন করা হয়েছে তিনটি এনডিআরএফ দল।
আরও পড়ুন--
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার টুইটারে লেখেন, “ভারতের পশ্চিম উপকূলে ধেয়ে আসা সাইক্লোনের পরিস্থিতির খোঁজ খবর নিলাম। সবার মঙ্গল কামনা করি। আমি সবাইকে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ করার আহ্বান জানাচ্ছি”। এছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
উল্লেখ্য গত দু সপ্তাহেরও কম সময়ের মধ্যে ভারতীয় উপকুলে এটি দ্বিতীয় সাইক্লোন। বঙ্গপোসাগরে তৈরি হওয়া ঘুর্ণিঝ়ড় আমফানে পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে আছড়ে পড়ায় প্রায় ১০০ লোকের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্তের সংখ্যা লক্ষাধিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে আমফানে ক্ষতির পরিমাণ জানিয়েছেন ১ লক্ষ কোটি টাকার। এরপর আকাশপথে আমফানে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। বাংলার জন্য ১,০০০ কোটি টাকা এবং ওড়িশার জন্য ৫০০ কোটি টাকা সাহায্য কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও দেখুন--
#NISARGO #Cyclone #Cyclone Nisargo #Nisargo Speed will be 110 KM/H
