প্রধানমন্ত্রী মোদী কান টানছেন! সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল

প্রধানমন্ত্রী মোদী কান টানছেন! সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল

সার্বভৌম সমাচার, নয়া দিল্লী :  আকাশি রঙের জামার সঙ্গে গাঢ় নীল রঙের ব্লেজারের সঙ্গে টুপি পরা একটি ছেলের কান ধরে টানছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়


স্নেহের পরশ দিয়ে যার কান ধরে টানছেন প্রধানমন্ত্রী সে অক্ষয় কুমারের ছেলে আরভ তারকা-বলিউড নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা ওই ছবিতে দেখা যাচ্ছে, প্রধানমমন্ত্রীর পরনে রয়েছে খাদির কুর্তা, সঙ্গে রয়েছে রঙের জামার সঙ্গে গাঢ় নীল রঙের ব্লেজারের সঙ্গে টুপি পরা অক্ষয় পুত্র আরভ
সম্প্রতি আরভের তৈরি করা কেকের ছবি শেয়ার করে অক্ষয়-পত্নী ট্যুইঙ্কেল খান্না ভক্তদের জানান, আরভ ভাল রান্না করতে শিখেছে

আরও দেখুন--



#PM #PM Modi #Akshay Kumar #Social Media #Viral

Post a Comment

Previous Post Next Post