G7-এ এবার ভারতের অন্তর্ভুক্তি হতে চলেছে; হতে পারে G20, ভারতসহ অন্তর্ভুক্তি হতে চলেছে যে দেশগুলির

G7-এ এবার ভারতের অন্তর্ভুক্তি হতে চলেছে; হতে পারে G20, ভারতসহ অন্তর্ভুক্তি হতে চলেছে যে দেশগুলির


সার্বভৌম সমাচার, নয়াদিল্লি : বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা এবং জাপান; এই সাতটি দেশ একত্রে জি- জি- মানে একটি আন্তর্জাতিক আন্তঃসরকারী অর্থনৈতিক সংস্থা যা বিশ্বের সাতটি বৃহত্তম আইএমএফ-উন্নত অর্থনীতির সমন্বয়ে গঠিত এবারে সেই গোষ্ঠীতে অন্তর্ভুক্তি হচ্ছে ভারতের তবে এই গোষ্ঠীর বৃহত্তক সংস্করণ জি-২০ তে গত সোমবার ট্রাম্প বলেন, “এই গোষ্ঠী 'পুরনো' হয়ে গিয়েছে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, রাশিয়ার মতো অর্থনীতিতে এগিয়ে থাকা দেশগুলিকে এই গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করতে হবে যদিও কুটনৈতিক বিশেষজ্ঞদের মতে, চিনের বিরুদ্ধে মিত্রশক্তিদের একত্রিত করার জন্য এটা মার্কিন রাষ্ট্রপতির একটা প্রয়াস মাত্র

            তবে, দুই এই দুই রাষ্ট্র নেতাই বর্তমানে বেশ কিছু সমস্যায় জর্জরিত একদিকে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড-এর মৃত্যুর ঘটনায় আগুন জ্বলছে আমেরিকায় অন্যদিকে চিনের সঙ্গে লাদাখে সীমান্ত নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে ভারতও জানা গিয়েছে, এদিন রাতে দুই রাষ্ট্রনেতার মধ্যে প্রায় ৪০ মিনিটের কথা হয় তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানা গিয়েছে, এই দুই বিষয় নিয়েই রাষ্ট্রপতি ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর মধ্যে কথা হয়েছে এছাড়াও কোভিড-১৯ পরিস্থিতি নিয়েও দুই দেশের রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে

আরও পড়ুন--

            উল্লেখ্য গত এপ্রিলে শেষ বার 'হাইড্রক্সিক্লোরোকুইন' নিয়ে দুজনের কথা হয়েছে ছিল যদিও ট্রাম্প কিছুদিন আগেই দাবি করেছিলেন, ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর কথা হয়েছে কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রীর অফিস সুত্রে খবর, ট্রাম্পের সঙ্গে মোদীর কোনও কথাই হয়নি অথচ হোয়াইট হাউসে দাঁড়িয়ে আমেরিকার প্রেসিডেন্ট দাবি করেছিলেন, ভারত চিনের মধ্যে একটি 'বড় দ্বন্দ্ব' চলছে এমনকি সে বিষয়ে মোদীর যে মন ভাল নেই তাও উল্লেখ করেন তিনি এছাড়াও ভারত-চিন দ্বন্দ্ব নিয়ে তিনি মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছিলেন তিনি ট্যুইটে লিখেছেন, “আমরা ভারত চিন উভয়কেই বলেছি যে আমেরিকা প্রস্তুত আছে সীমান্ত সমস্যা নিয়ে আমরা মধ্যস্থতা করতে রাজি

            তবে মঙ্গলবার যে দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হয়েছে, তা মোদী নিজেই ট্যুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের তরফ খবর, “দুই দেশের মধ্যে একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে তারমধ্যে চলতি সময়ে ভারত-চিন সংঘাতের বিষয়ও রয়েছে তবে ঠিক কী কথা হয়েছে, তা জানানো হয়নি এছাড়াও জি৭- ট্রাম্প যে মোদীকে আমন্ত্রণ করেছেন করেছেন তা জানা গিয়েছে

            উল্লেখ্য, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে লাদাখে গত কয়েকদিন ধরে চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে ভারত-চিনের সৈন্য কয়েক হাজার চিনের সৈন্য ওই অঞ্চলে এগিয়ে আসায়, উত্তপ্ত ভারত-চিন সীমান্ত

আরও দেখুন--





#G7 #G20 #Trump #Modi #Ladakh #India China War

Post a Comment

Previous Post Next Post