সার্বভৌম সমাচার : সম্প্রতি জাল নোট ব্যবহার করার অভিযোগে
টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা
জর্জ ফ্লয়েড (৪৬) নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে মিনোসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের পুলিশ আটক করে । এরপর এক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিন ফ্লয়েডের ঘাড় হাঁটু দিয়ে সড়কে চেপে ধরলে তিনি ঘটনা স্থলে মারা যান। আর সেই ঘটনার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ জনতা রোষে ফেটে পড়েন। যদিও ওই ঘটনার পর বরখাস্ত করা হয় ডেরেকসহ চার পুলিশ কর্তাকে। এমনকি গ্রেপ্তার করা হয় ডেরেককে এবং তাঁর বিরুদ্ধে হত্যার মামলাও করা হয়েছে।
এদিকে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্তার হাতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় উত্তাল আমেরিকা। শহরে শহরে জনরোষ ছড়িয়ে পড়েছে। হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসে নৃশংস ওই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান। অনেক জায়গায় লুটপাট, আগুনলাগানো, এবং মারামারি ঘটনা ঘটেছে, ফলে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজন বিক্ষোভকারীকেও। বিক্ষোভকারীদের সতর্কও করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । বিক্ষোভ থামাতে ২৫টির বেশি শহরে কারফিউ জারি করে ট্রাম্প প্রশাসন, এমনকি ১২টি অঙ্গরাজ্যে জাতীয় নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন--
আরও দেখুন--