অনলাইনে ক্লাস করতে না পারায় আত্মঘাতী পড়ুয়া

 অনলাইনে ক্লাস করতে না পারায় আত্মঘাতী পড়ুয়া

সার্বভৌম সমাচারঅনলাইন ক্লাস না করতে পারলে পিছিয়ে পরবে পড়াশোনায় এই ভয়ে আত্মহত্যা করলেরন নবম শ্রেণির এক ছাত্রী মালাপ্পুরম জেলার তফশিলি শ্রেণিভুক্ত ওই ছাত্রী কেরলের  বযসিন্দ বর্তমান শিক্ষাব্যবস্থা চালু রাখতে এখন অনলাইন ক্লাসই ভরসা এই  দেশে ঠিকমতো টিভি, ল্যাপটপ বা স্মার্টফোনই নেই, ইন্টারনেট ব্যবস্থা তো বহু দূরের কথা, প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে কিশোরীর পরিবারের অভিযোগ যে অনলাইনে ক্লাস করতে পারার সুবিধা না থাকায় ভীষণভাবে ভেঙে পড়েছিলেন ওই ছাত্রী

আরও পড়ুন--

কিশোরীর দিনমজুর বাবা বলেন আমি জানিনা কেন এমন করেছে আমি বলেছিলাম অন্য উপায় ঠিক হবে, বন্ধুর বাড়িতে গিয়ে পড়া যাবে ওই ছাত্রীর মা এক সন্তানের জন্ম দিয়েছেন মাত্র কয়েক সপ্তাহ আগে এক ঊর্ধ্বতন কর্মকর্তা এনডিটিভিকে বলেনমেয়েটি আশঙ্কা করছিল যে সে আর পড়াশোনা করতে পারবে না প্রাথমিক রিপোর্টে দেখা গেছে যে, প্রথম থেকেই টিভি বা অনলাইন ক্লাসের সুবিধা না পাওয়ায় খুব চাপের মধ্যে ছিল সে

এই মর্মান্তিক ঘটনার বিষয়ে জেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের কাছে প্রতিবেদন চেয়েছেন কেরলের শিক্ষামন্ত্রী সি রবীন্দ্রনাথ জুন থেকে ক্লাস থেকে ১২ পর্যন্ত দক্ষিণের এই রাজ্য ভিক্টরস চ্যানেলে প্রচারিতফার্স্ট বেল' নামক অনলাইন ক্লাসের মাধ্যমে নিজেদের শিক্ষাবর্ষ শুরু হয়েছিল রাজ্যের আনুমানিক আড়াই লক্ষ পড়ুয়ার কাছে টিভি বা কম্পিউটার জানাগেছে  স্পনসরদের সহায়তায় ছোট দল করে ল্যাপটপ দেওয়ার বিষয়ে সরকার সিদ্ধান্থ নিয়েছে

আরও দেখুন--



#Student commits suicide #Student commits suicide because she can't take classes online #classes online #commits suicide #suicide

Post a Comment

Previous Post Next Post