কেন্দ্রের টাকা নিয়ে নিজের নাম করছেন মমতা- দিলীপ ঘোষ

কেন্দ্রের টাকা নিয়ে নিজের নাম করছেন মমতা- দিলীপ ঘোষ


সার্বভৌম সমাচার, কলকাতা : আমফান করোনার মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের আর্থিক প্যাকেজ ঘোষণা নিয়ে সমালোচনায় সরব হলেন দিলীপ সম্প্রতি মুখ্যমন্ত্রীপ্রচেষ্ঠাথেকে শুরু করে সুন্দরবনের মৎসজীবীদের জন্য বেশকিছু আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন আর সে সব বিষয়েই মমতার সমালোচানা করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ

বুধবার এক সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপি সভাপতি বলেন, “উনি মাছের তেলে মাছ ভাজেন কেন্দ্রের দেওয়া টাকা নিয়ে নিজে নাম করছেন উনি চালাকি করে তা নিজের নামে করছেন  উল্লেখ্য সম্প্রতি পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে রাজ্যের জন্য হাজার কোটি টাকা ত্রাণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরার বিষয়ে এদিন দিলীপবাবু বলেন, উনি বলছেন বাইরে থেকে লক্ষ লোক এসেছেন কিন্তু পশ্চিমবঙ্গে এত ট্রেন তো আসেনি যা ইচ্ছা তাই বলছেন ওনার তথ্যের কোন মাথামুণ্ডু নেই আর কতদিন এভাবে চালাবেন উনি ? কত শ্রমিক, কত পরিযায়ী শ্রমিক তার কোনও হিসাব নেই ওনার কাছে উনি জগন্নাথের মতো বসে রয়েছেন আর উপদেশ দিচ্ছেন

তিনি আরও বলেন, “সারাদেশে কয়েক কোটি পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরে গেলেন শুধু এই রাজ্যে এত গন্ডগোল! তার মানে উনি কোনও ব্যবস্থা নেননি এরাজ্যে কিভাবে থাকবে কিভাবে খাবার ব্যবস্থা হবে তা কিছুই ভাবেননি উনি রেলকে দোষ দিলে হবে ? রেল কোথাও রাজনীতি করছে না একজন তো কারও ঘাড়ে চাপাতে হবে; তাই উনি রেলের ওপর চাপিয়ে দিচ্ছেন

রাজ্যে বিদ্যুৎ পরিষেবা নিয়ে এদিন দিলীপ ঘোষ বলেন, “১৫ দিন পরেও বোঝা যাচ্ছে না, বিদ্যুৎ দপ্তর আসলে কি কাজ করেছে আলো নেই বিক্ষোভের মুখে মন্ত্রীরা কাউন্সিলর, নেতারা ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন


আরও দেখুন--



#mamata announcing package from central's fund #BJP #Mamata Banerjee #Dilip Ghosh

Post a Comment

Previous Post Next Post