সার্বভৌম সমাচার : ২০১৭ সালের বসন্তে গাজার সমুদ্র উপকূলের কাছে কয়েকজন জেলে ২৩০০ বছর পুরনো মেসিডোনিয়ান শাসক আলেকজান্ডার দ্য গ্রেটের ডেকাড্রাকমা কিছু মুদ্রা খুঁজে পেয়েছিলেন । আলেকজান্ডার দ্য গ্রেট গ্রীস থেকে ভারত পর্যন্ত রাজত্ব ছড়িয়েছিলেন । মিশর অভিযানের সময় তিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গাজা দখল করে নিয়েছিলেন। কিন্তু কোথা থেকে এসেছে এই দুর্লভ মুদ্রাগুলো, তার কোন ইতিহাস প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন--
যদিও উৎস ছাড়া মুদ্রা বিক্রির ব্যাপারটি অবৈধ নয়। বিরল পুরাতত্ত্ব বিক্রি সম্পর্কে কোন তথ্য যদি না থাকে আথবা নতুন আবিষ্কৃত এবং নথিতে অন্তর্ভুক্ত করা হয়নি এমন বাস্তু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং বেশিরভাগ ইউরোপিয়ান দেশে বেআইনি। ১৯৭৩ সালের আগে পর্যন্ত এই আলেকজান্ডার ডেকাড্রাকমাগুলো সম্পর্কে কোন তথ্য কোথাও পাওয়া যায়নি।
আরও দেখুন--
#Treasure Hunt #The Lost Coin # The Great Alexander #Gupto Dhon
