সিক্যুরিটিগার্ডের ছুরির ঘায়ে আহত শিক্ষার্থী-শিক্ষকসহ মোট ৪০ জন

সিক্যুরিটিগার্ডের ছুরির ঘায়ে আহত শিক্ষার্থী-শিক্ষকসহ মোট ৪০ জন

সার্বভৌম সমাচার, বেজিং : দক্ষিণ চিনের গুয়াংজি ঝুয়াং অঞ্চলের একটি প্রাথমিক স্কুলে এলোপাথাড়ি ভাবে চালানো ছুরির আঘাতে এখনও পর্যন্ত আহত হয়েছেন শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকা মিলিয়ে কমপক্ষে ৪০ জন।  বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩০মিনিট নাগাদ  ঘটনার খবর পেয়ে  ঘটনাস্থলে পৌঁছায় ৮টি অ্যাম্বুলেন্সআহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়তবে তার মধ্যে কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানা গেছেসূত্রে খবর, স্কুলে হামলা চালিয়েছিল ব্যক্তি, সে ওই স্কুলেরই সিক্যুরিটিগার্ড


সেদেশের গণমাধ্যম 'সাউথ চায়না মর্নিং পোস্ট' সূত্রে খবর, “লিং শাওমিন নামে বছর পঞ্চাশের এক সিক্যুরিটিগার্ড ওই হামলাটির সঙ্গে জড়িতচিনা সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আটক করা হয়েছে সন্দেহভাজন ওই ব্যক্তিকেআর গোটা ঘটনার তদন্তও শুরু হয়ে গিয়েছেযদিও কী কারণে ওই ব্যক্তি হামলা চালিয়েছে, তা এখনও জানা সম্ভব হয়নিতবে সে দেশের পুলিশ অনুমান করছে, মানসিক অবসাদ কারনেই ওই কাণ্ড ঘটতে পারে
আরও পড়ুন--

এদিকে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, বিগত কয়েক বছরে চিনের বিভিন্ন এলাকায় এধরনের অবসাদগ্রস্ত মানুষের দেখা মিলেছেযারা মাঝেমধ্যেই এরকম হামলা চালিয়েছে বা চালিয়ে থাকেউল্লেখ্য, সেদেশের গণমাধ্যম সূত্রে খবর, গত ২০১৮ সালের অক্টোবর মাসে পশ্চিম চিনের চোংকুইন শহরের একটি কিন্ডারগার্টেন স্কুলে ছুরি নিয়ে হামলা চালিয়ে ছিল এক মহিলাতখনও আহত হয়েছিল ১৪ জন শিক্ষার্থীএর আগে ২০১০ সালেও এমন হামলায় কমপক্ষে আহত হয়েছিলেন ২০ জন

আরও দেখুন--



#stabbed by the security guards #students and teachers were stabbed #south china morning post #Ling Shaomin #security guards #PTI #china

Post a Comment

Previous Post Next Post