সার্বভৌম সমাচার, নতুন দিল্লি : বিস্ফোরক ভর্তি আনারস খেয়ে অন্তঃসত্ত্বা হাতির মৃত্যুর খবরে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এই অমানুষিক ঘটনার অভিযুক্তদের শাস্তির দাবিতে উত্তাল সোশ্যাল মিডিয়ায়ও।
এদিকে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার এই ঘটনার তদন্ত করবে । কোনওমতেই এই ঘটনা বরদাস্ত করা হবে না। এটি একটি ঘৃণ্য অপরাধ; ভারতীয় সংস্কৃতির বিরোধী বলেও মন্তব্য করেছেন তিনি। ইতিমধ্যে এই ঘটনায় যুক্ত দুষ্কৃতিদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। প্রকাশ জাভড়েকর টুইটে বলেছেন, এই ঘটনা কেরালার মাল্লাপুরমের হলেও। এটি আদতে ঘটেছে কেরালার পালাক্কাড় জেলায়।
আরও পড়ুন--
তবে কেরলের বনকর্তাদের দাবী, বুনো শুয়োর বা ওই জাতীয় বন্যপ্রাণীর উত্পাত কমাতে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে বিস্ফোরক বা বাজি ভর্তি ফল বা আনাজ রেখে টোপ দেয় গ্রামবাসীরা ।
উল্লেখ্য, কেরলের মল্লপুরমের গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছিল ছ'মাসের অন্তঃসত্ত্বা একটি হাতি। সেখানে বিস্ফোরক ভর্তি আনারস খেয়ে ফেলে। এরপর রক্তাক্ত শুঁড়, ভাঙা চোয়াল নিয়ে গ্রামে গ্রামে ছুটে বেড়িয়েছে সে। অবশেষে স্থানীয় নদীর ঠাণ্ডা জলেই হয়তো আরাম খুঁজে পেয়েছিল। আর সেখানেই মর্মান্তিক মৃত্যু হয় তার। বনবিভাগের কর্মীরা জানিয়েছেন, সম্ভবত খিদের জ্বালাতেই হাতিটি লোকালয়ে চলে এসেছিল। মানুষের কাছে খাবার পাবে তার এমন বিশ্বাস থেকেই এই বিপদ ঘনালো।Central Government has taken a very serious note of the killing of an elephant in Mallapuram, #Kerala. We will not leave any stone unturned to investigate properly and nab the culprit(s). This is not an Indian culture to feed fire crackers and kill.@moefcc @PIB_India @PIBHindi— Prakash Javadekar (@PrakashJavdekar) June 4, 2020
জানা গিয়েছে, গত মাস কয়েক আগেও রক্তাক্ত শুঁড়, ক্ষতবিক্ষত মুখে গ্রামের সীমানায় পড়ে থাকতে দেখা গিয়েছিল একটি স্ত্রী হাতিকে । ওই হাতিটিরও চোয়াল ভাঙা ছিল। এখন মনে করা হচ্ছে ওই হাতিটিও খেয়ে ফেলেছিল এমন বিস্ফোরক ভর্তি কোনও ফল বা আনাজ।
আরও দেখুন--
#elephant died in kerala 2020 #involved in death of pregnant elephant will be punished #Prakash Javdekar
