সার্বভৌম সমাচার, কলকাতা : ২০১৮ সালে
মুক্তি
পেয়েছিল পরিচালক সৌকর্যের ছবি
'রেনবো
জেলি'। কিন্তু ছবিটি
মুক্তির পর
পরিচালক ও প্রযোজক বহু কাঠখড় পোড়ানোর পরও
সেভাবে
সাড়া
জাগাতে
ছবিটি।
তবে
নেটফ্লিক্সে ছবিটি
মুক্তি
পেতেই
নেটিজেনদের ভূয়সী
প্রশংসা পান
পরিচালক সৌকর্য
ও অভিনেত্রী শ্রীলেখা। বলা যায়, এই
ছবি
মুক্তির পর
সৌকর্য
ঘোষাল
ইন্ডাস্ট্রিতে বেশ
সাড়া
ফেলে
দিয়েছিল। বর্তমানে ছবিটি
এই
মুহূর্তে নেটফ্লিক্সে গেলেই
দেখতে
পাবেন।
আর
দু'বছর আগের সেই
ছবি
নিয়েই
আজ
সরগরম
সোশ্যাল মিডিয়া। এখন
প্রশ্ন;
এতদিন
বাদে
কেন?
আসলে
ঘটনার
সূত্রপাত হয়েছে
অভিনেত্রী শ্রীলেখা মিত্রের সোশ্যাল মিডিয়া
একটি
পোস্ট
করাকে
কেন্দ্র করে। যাতে অভিনেত্রী জানিয়েছেন, ছবি
মুক্তির দীর্ঘদিন বাদেও
পুরো
পারিশ্রমিক পাননি
তিনি
। শ্রীলেখার কথায়,
'রেনবোজেলি'র গল্পে 'পরি পিসি'র চরিত্র অতি
গুরুত্বপূর্ণ। যেখানে
চরিত্রের একটি
নিজস্বতাও রয়েছে।
কিন্তু,
নেটফ্লিক্সে এই
ছবির
টাইটেল
ক্রেডিটে তাঁর
নাম
দেখা
যাচ্ছে
না!
কিন্তু কেন এমনটা হল?
আরও পড়ুন--
জানা গিয়েছে, ২০২০ সালের
জুন
মাসে
সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখা মিত্র
একটি
পোস্ট
করেন।
যেখানে,
তিনি
নেটফ্লিক্সের একটি
স্ক্রিনশট দিয়ে
প্রশ্ন
তোলেন;
সাইটে
অভিনেতা অভিনেত্রীর তালিকায় তাঁর
নাম
নেই
কেন?
এর
সঙ্গে
তিনি
অভিযোগ
তোলেন
সেই
সময়
পারশ্রমিক পাননি
বলেও।
যদিও
পরিচালক সৌকর্যের মন্তব্য, 'আমার
কাছে
পারিশ্রমিকের পুরো
প্রমাণ
রয়েছে।
এমনকি
প্রমাণস্বরূপ জিএসটি
বিলও
রয়েছে।
ওনার
পোস্টের নিচে
আমি
কমেন্টও করেছিলাম যে
জিএসটি
বিল
দেখাতে
প্রস্তুত আমি’।
স্বীকৃতি কিংবা
সৌজন্যতা স্বীকার নিয়ে
পরিচালক-অভিনেতার মধ্যে
দ্বন্দ্ব এই
প্রথমবার নয়।
তবে
বাংলা
ইন্ডাস্ট্রির এমন
দুর্দিনে অন্তত
এটুকু
আশা
করা
যায়
যে,
অতি
সত্ত্বর ইতি
ঘটবে
এই
তরজার।
আরও দেখুন--
#Srilekha #She did not receive any remuneration #Srilekha Mitra #Tollygunge
