মেয়ের করোনা হয়েছে; তাই মৃত বাবাকে দেখার জন্য সময় পেলেন ৩ মিনিট

মেয়ের করোনা হয়েছে; তাই মৃত বাবাকে দেখার জন্য সময় পেলেন ৩ মিনিট

সার্বভৌম সমাচার, মণিপুর : কোয়ারান্টাইনে থাকা মেয়েকে কেবল তিন মিনিটের জন্য দেখতে দেওয়া হল মৃত বাবাকে বাবার কাছে যেতেই চিকিৎসক হাতে স্টপওয়াচ অন করলেন হাতে মাত্র তিন মিনিট এর মধেই বাবাকে শেষ বিদাই দিতে হবে হতভাগ্য পিতৃহারা কন্যার

গত ২৫ মে শ্রমিক স্পেশাল ট্রেনে চেন্নাই থেকে মণিপুরে ফেরেন অঞ্জলি মাংত মাত্র  তিন মিনিট বরাদ্দ ছিল ২২ বছরের অঞ্জলি মাংতের জন্য বাবাকে শেষ বিদায় জানানোর জন্য এর বেশি সময় পাননি হতভাগ্য পিতৃহারা কন্যা অঞ্জলির কাছে তাঁর মা বা অন্য কোনও আত্মীয়ের দেখা করার অনুমতি দাওয়া হয়নি  ইম্ফল থেকে তাঁকে নিয়ে আসা হয়েছিল কাংপোকপিতে মঙ্গলবার মারা গিয়েছেন তাঁর বাবা দেশে একদিনে করোনা  রোগে আক্রান্ত ৯৮৫১ জন, মৃত ২৭৩

আরও পড়ুন--



গত ২৫ মে চেন্নাই থেকে শ্রমিক স্পেশাল ট্রেনে মণিপুরের বাড়িতে ফেরেন অঞ্জলি এরপরই তাঁকে পাঠিয়ে দেওয়া হয় কোয়ারান্টাইন সেন্টারে বাবার মৃত্যুর খাবর পাওয়ার পরে বুধবার কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে পিপিই কিট পরে অঞ্জলি বাবাকে শেষ দেখা দেখতে আসে মণিপুরে আরও ১৩ জন ইতিমধ্যে সংক্রমিত হয়েছে

আরও দেখুন--



#daughter was corona got 3 minutes to see the dead father #Corona #Monipur

Post a Comment

Previous Post Next Post