সার্বভৌম
সমাচার, নয়া দিল্লী : ২০০৯-এ দক্ষিণ আফ্রিকা ও ২০১৪ তে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল আয়োজন করতে বাধ্য হয়েছে বিসিসিআই। আবারও সেই পথেই হাটতে ছলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল ২০২০। কিন্তু দেশের করোনা পরিস্থিতির কারনে বন্ধ রাখেতে হয় আইপিএল ২০২০। আবার বিসিসিআই নতুন করে আইপিএল ২০২০ নিয়ে আলোচনা শুরু করল।
এবারে বিকল্প হিসেবে বিদেশের মাঠে আইপিএল করার কথাও ভাবছে বপিসিসিআই। এই নিয়েও আলোচনা চলছে বিসিসিআই অন্দরে। বিসিসিআই সূত্র এএনআইকে জানিয়েছেন, বোর্ডনজর রাখছে সব ধরনের বিকল্পের দিকেই। শেষ রাস্তা হিসাবে আইপিএলকে দেশের বাইরে নিয়ে যেতে হবে। ২৯ মার্চ থেকে আইপিএল ২০২০ শুরু হওয়ার কথা ছিল । করোনাভাইরাসের কারণে তা শুরু করা যায়নি। আইপিএল ২০২০ অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এবারে বিকল্প হিসেবে বিদেশের মাঠে আইপিএল করার কথাও ভাবছে বপিসিসিআই। এই নিয়েও আলোচনা চলছে বিসিসিআই অন্দরে। বিসিসিআই সূত্র এএনআইকে জানিয়েছেন, বোর্ডনজর রাখছে সব ধরনের বিকল্পের দিকেই। শেষ রাস্তা হিসাবে আইপিএলকে দেশের বাইরে নিয়ে যেতে হবে। ২৯ মার্চ থেকে আইপিএল ২০২০ শুরু হওয়ার কথা ছিল । করোনাভাইরাসের কারণে তা শুরু করা যায়নি। আইপিএল ২০২০ অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন--
বৃহস্পতিবার বিভিন্ন টুর্নামেন্ট নিয়ে সিদ্ধান্ত স্থগিত রাখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। ১০ জুন পুনরায় আলোচনাইয় বাসার কথা । সূত্রে খবর, এখানো কিছু নিশ্চিত হয়নি। টি২০ বিশ্বকাপ নিয়ে কী সিদ্ধান্ত হয় তার সেদিকেই তাকিয়ে রয়েছে। উল্লখো, অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ হওয়ার কথা ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর ।
আরও দেখুন--
আরও দেখুন--
#corona #IPL #Sourav Ganguly #BCCI #IPL will be held
