সার্বভৌম সমাচার, নয়া দিল্লি : ভারতে প্রতিদিনই হু হু করে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, গত ২৪ ঘণ্টার মধ্যে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৯৮৫১ জন, আর মারা গিয়েছেন ২৭৩ জন। এখন সব মিলিয়ে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা মোট ২,২৬,৭৭০ জন।
ইতিমধ্যে মারা গিয়েছে মোট ৬,৩৪৮ জন। তবে করোনা সংক্রমণ বাড়লেও তার পাশাপাশি বাড়ছে সুস্থতার হারও। এখনও পর্যন্ত দেশে করোনা থেকে রেহাই পেয়েছেন ১,০৯,৪৬২। অর্থাৎ দেশে করোনায় সুস্থতার হার ৪৮.২৭ শতাংশ। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্থ দেশগুলির তালিকায় ভারতের স্থান এই মুহূর্তে সপ্তম। তালিকার প্রথমে আমেরিকা, তারপর ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন এবং ইতালি রয়েছে। তবে মৃত্যুর হারের বিচারে ভারত রয়েছে দ্বাদশ স্থানে।
আরও পড়ুন--
অন্যদিকে, বৃহস্পতিবার পর্যন্ত একদিনে এখনও পর্যন্ত সবথেকে বেশি মানুষ করোনার কবলে পড়েছেন মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় কোভিডে নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৯৩৩ জন। ফলে সেখানে মোট করোনা আক্রান্ত ৭৭,৭৯৩। সেখানে নতুন করে মৃত্যু হয়েছে আরও ১২৩ জনের। মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ২,৭১০।
এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোভিডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৩ তে, বৃহস্পতিবার রাজ্যে আরও ৩৬৮ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন, সব মিলিয়ে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬,৮৭৬ জন।
আরও দেখুন--
#The number of Corona victims #people have been infected in one day #people have been infected
