“এ কোনও রাক্ষসের কাজ” কেরলে গর্ভবতী হাতি হত্যায় টুইটে প্রতিবাদ মুখর সুনীল ছেত্রী

“এ কোনও রাক্ষসের কাজ” কেরলে গর্ভবতী হাতি হত্যায় টুইটে প্রতিবাদ মুখর সুনীল ছেত্রী

সার্বভৌম সমাচার : সম্প্রতি কেরলের মলাপ্পুরামের গর্ভবতী হাতি হত্যার ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে দেশজুড়ে যার জন্য দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে রোহিত শর্মা


এবারে ওই হতভাগ্য হাতির করুণ পরিণতির জন্য প্রতিবাদ মুখর হয়েছে জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীও তিনি টুইটে লিখেছেন, " ভাবতে পারছি না; একটা নিরীহ, গর্ভবতী হাতিকে পেয়ে এমন আচরণ মানুষ কীভাবে করতে পারে! এটা কোনও রাক্ষসের কাজ প্রকৃতির সঙ্গে যে এমন ঘৃন্য কাজ করতে পারে তাকেও চরম মূল্য দিতে হবে নিজেদের কীভাবে মানুষ বলে পরিচয় দেয় এমন বিশ্বাসঘাতকরা?"
উল্লেখ্য ইতিমধ্যে কেরলের ওই অন্তঃসত্ত্বা হাতিকে নৃশংসভাবে আহত খুন করার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার এখনও তদন্ত চলছে বলে জানা গিয়েছে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছে, “তদন্তে কোনও ঢিলেমি নয় দোষীদের কড়া শাস্তি দিতে যা করণীয় করা হবে"

আরও পড়ুন--


#Sunil Chhetri #Sunil Chhetri protests
#Sunil Chhetri protests against killing of pregnant elephant in Kerala
#pregnant elephant
#Kerala

Post a Comment

Previous Post Next Post