অম্লিতা দাস : আবার আত্মঘাতী হলো এক যুবক। আই পি এলে নির্বাচিত হতে পারেনি বলেই এই ঘটনা।
নিজের প্রতিভা প্রকাশের কোনো মাধ্যম খুঁজে পাচ্ছিলেন না বছর ২৭এর করণ তিওয়ারি। ভেবেছিলেন এই বছর আই পি এলে তার নির্বাচন হয়ে যাবে। তবে তা না হওয়ার ফলে মানসিক অবসাদের দরুন এই পথ বেছে নেওয়া তাঁর।
ক্লাব ক্রিকেটে তাঁকে ডাকা হতো জুনিয়র স্টেন নামে। তিনি কখনও মুম্বাইয়ের বড় দলের সাথে খেলেননি কিন্তু নেটে মুম্বাইয়ের ব্যাটসম্যানদের বল করতেন। সোমবার রাতে মুম্বাইয়ের মালাদে নিজের বাড়িতে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মঘাতী হন তিনি।
আরও পড়ুন--
কোনো সুইসাইড নোট রেখে জাননি। মা ও ভাইয়ের সাথে থাকতেন তিনি।পুলিশ সূত্রে খবর করণ তিওয়ারি তার রাজস্থানে থাকা এক বন্ধুকে ফোন করে সুযোগের অভাবের কথা জানিয়েছিলেন এবং তার হতাশার কথাও জানিয়েছিলেন। বন্ধুটি করণ তিওয়ারির বোন কে জানায় যিনি মুম্বাইতেই থাকেন। তার মাধ্যমে তাঁর মা যতক্ষণে জানতে পারে তখন অনেকটাই দেরি হয়ে যায়।
আরও দেখুন--
Tags:
খেলার খবর